৭০ বছর ধরে টেস্ট ক্রিকেটে যা হয়নি, সেটাই ঘটল লর্ডসে! এই প্রথম অবিশ্বাস্য কারনামা টিম ইন্ডিয়ার

Published on:

Published on:

India National Cricket Team sets a huge record.

বাংলা হান্ট ডেস্ক: লর্ডস টেস্ট ইতিমধ্যেই পঞ্চম দিনে পদার্পণ করেছে। এদিকে, এই টেস্টে টিম ইন্ডিয়া (India National Cricket Team) এমন একটি নজির গড়েছে যেটি দীর্ঘ ৭০ বছর ধরে হয়নি। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, টিম ইন্ডিয়ার বোলাররাই প্রথমবারের মতো এটি করেছেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছি।

বিরাট কারনামা টিম ইন্ডিয়ার (India National Cricket Team):

৭০ বছর ধরে যা ঘটেনি তা দেখা গেল লর্ডসে দেখা গেল: প্রথমেই জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বোলাররা ইংল্যান্ডের ব্যাটারদের ক্লিন বোল্ড করে রেকর্ড গড়েছেন। ভারতীয় বোলাররা এই টেস্টে ১২ বার ক্লিন বোল্ড করেছেন। এর আগে ভারতীয় বোলাররা কখনও টেস্ট ম্যাচে এত বেশি ক্লিন বোল্ড করেন নি। অর্থাৎ, এটি এই প্রথমবার ঘটেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট ক্রিকেটেও ৭০ বছর পর এটি প্রথমবার ঘটেছে।

India National Cricket Team sets a huge record.

টিম ইন্ডিয়ার বোলাররা গড়লেন নজির: টেস্ট ক্রিকেট ম্যাচে শেষবার ১২ জন ব্যাটার ক্লিন বোল্ড হয়েছিলেন ১৯৫৫ সালে। তার ৭০ বছর পর ২০২৫ সালে একই দৃশ্য দেখা গিয়েছে। আর এটা সম্ভব হয়েছে লর্ডস টেস্টে ভারতীয় (India National Cricket Team) বোলারদের সৌজন্যে।

আরও পড়ুন: “টেস্ট খেলতে চাই,” টিম ইন্ডিয়ায় আরেকটি সুযোগ চাইলেন এই তারকা প্লেয়ার, জানালেন….

এই ১২ টি ক্লিন বোল্ডের মধ্যে ৬ টি ক্লিন বোল্ড জসপ্রীত বুমরাহ একাই করেছেন। পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর তাঁর চারটি উইকেটই ক্লিন বোল্ড করে পান। তিনি ছাড়াও সিরাজ এবং আকাশ দীপ একজন করে ব্যাটারকে বোল্ড করেন।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে নতুন “নাটক” পাকিস্তানের, ভারতে টিম পাঠানোর প্রসঙ্গে কী পরিকল্পনা পড়শি দেশের?

১৩৬ বছর পর দেখা গেল: ৭০ বছর পরে যেমন ফের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ঠিক তেমনই লর্ডস টেস্টে এমন কিছু ঘটেছে যা টেস্ট ক্রিকেটে ১৩৬ বছর পর দেখা গেছে। যেটি টেস্টের একটি ইনিংসে মিডল অর্ডার এবং টেইলএন্ডারের ক্লিন বোল্ড হওয়ার সাথে সম্পর্কিত। শেষবার এটি ঘটেছিল ১৮৮৯ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে খেলা টেস্ট ম্যাচে। তবে, এখন ২০২৫ সালে, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে টেস্ট ম্যাচের একটি ইনিংসে একই জিনিস দেখা গেছে। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে, ভারতীয় বোলাররা ইংল্যান্ডের মিডল অর্ডার এবং টেলএন্ডারদের ক্লিন বোল্ড করেছেন।