বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের (India National Cricket Team) অস্ট্রেলিয়া সফর ইতিমধ্যেই শেষ হয়েছে। যেখানে ভারত ODI সিরিজ হাতছাড়া করলেও অস্ট্রেলিয়ার মাটিতে T20 সিরিজে তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। গত ৮ নভেম্বর, শনিবার ব্রিসবেনে শেষ T20 ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল করা হলে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। তবে, এই সিরিজটি শেষ হয়ে গেলেও ভারতীয় দলের কিছু খেলোয়াড়ের জন্য বিরতির সময় নেই। কারণ, তাঁরা এবার টেস্ট সিরিজের দিকে মনোযোগ দিচ্ছেন। যার জন্য অধিনায়ক শুভমান গিল সহ ৪ জন খেলোয়াড় প্রথমে কলকাতায় পৌঁছবেন বলেও জানা গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (India National Cricket Team):
উল্লেখ্য যে, ভারত (India National Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। এই সিরিজের জন্য ইতিমধ্যেই টিম ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে। তবে, অংশগ্রহণকারী প্রায় সকল খেলোয়াড়ই বিভিন্ন সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন। অস্ট্রেলিয়া সফরে যেখানে অধিনায়ক শুভমান গিল এবং জসপ্রীত বুমরাহ সহ কয়েকজন খেলোয়াড় T20 সিরিজে অংশ নিয়েছিলেন, অপরদিকে দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ এবং মোহাম্মদ সিরাজের মতো তারকা খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে আন অফিসিয়াল টেস্ট সিরিজ খেলছেন।

এই ৪ তারকা ব্রিসবেন থেকে সরাসরি কলকাতায় পৌঁছবেন: ভারত (India National Cricket Team)-অস্ট্রেলিয়া সিরিজ শনিবার শেষ হয়েছে। এদিকে, ব্রিসবেনে ফাইনাল ম্যাচটি বাতিল করা হয়েছে। ভারতীয় দল এখন অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছে। অধিনায়ক সূর্যকুমার যাদব, অভিষেক শর্মার মতো খেলোয়াড়রা তাঁদের বাড়ি ফিরে গেলেও টেস্ট অধিনায়ক শুভমান গিল, বুমরাহ, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল সরাসরি কলকাতায় আসবেন। যেখানে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট খেলা হবে। PTI-এর এক রিপোর্টে স্থানীয় একজন টিম ম্যানেজারকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, ৪ জন খেলোয়াড়ই ব্রিসবেন থেকে সরাসরি কলকাতায় পৌঁছবেন এবং সন্ধ্যার মধ্যে হোটেলে পৌঁছে যাবেন।
আরও পড়ুন: অধিগ্রহণের দৌড়ে সবথেকে এগিয়ে! আদানির ঝুলিতে আসতে পারে আরও একটি সংস্থা
কবে থেকে টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ শুরু: জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বাকি খেলোয়াড়রা সোমবারের মধ্যে কলকাতায় পৌঁছে যাবেন। রবিবার অর্থাৎ ৯ নভেম্বর ভারত এ এবং দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যে টেস্ট ম্যাচের শেষ দিন। এমতাবস্থায় পন্থ থেকে শুরু করে সিরাজ, কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদবের মতো খেলোয়াড়রা ১০ নভেম্বর দলে যোগ দেবেন।
আরও পড়ুন: প্রতি শেয়ারে ৯০ টাকার ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
রিপোর্টে বলা হয়েছে যে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রথম ট্রেনিং সেশন হবে ১১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে খুব বেশি বিরতি নেই। এমন পরিস্থিতিতে, টিম ইন্ডিয়া কেবল ২ টি বা ৩ টি ট্রেনিং সেশন পরিচালনা করতে পারবে। উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকা দলও রবিবার কলকাতায় পৌঁছবে।












