বাংলা হান্ট ডেস্ক: আগামী রবিবার এশিয়া কাপে সম্পন্ন হতে চলেছে ভারত (India National Cricket Team)-পাকিস্তান ম্যাচ। এই আবহে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক শুক্রবার জানিয়েছেন যে, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সরকারের সিদ্ধান্তকে BCCI সমর্থন করার পর থেকে দলের মনোযোগ সম্পূর্ণরূপে ক্রিকেটের ওপর রয়েছে। রবিবার এই দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। গত এপ্রিলে পাহেলগাঁও ঘটনা এবং তারপর দুই দেশের সামরিক উত্তেজনার পরে এটাই হবে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ।
আগামী ১৪ সেপ্টেম্বর ভারত (India National Cricket Team)-পাকিস্তান ম্যাচ:
কী জানিয়েছেন সীতাংশু: ICC অ্যাকাডেমির ময়দানে ট্রেনিংয়ের ফাঁকে তিনি জানান যে, “যখন থেকে BCCI জানিয়েছে যে, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত, তখন থেকেই আমাদের মনোযোগ সবসময় ম্যাচের ওপর ছিল।” সীতাংশু আরও জানান, “এটা ভারত (India National Cricket Team) বনাম পাকিস্তান ম্যাচ। যেটি একটি আকর্ষণীয় ম্যাচ হবে। তাঁর মতে, “ভারত বনাম পাকিস্তান সবসময়ই একটি প্রতিযোগিতামূলক ম্যাচ।”

এদিকে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে ক্রিকেটাররা কী আসলেই প্রভাবিত হচ্ছেনা না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “খেলোয়াড়রা মাঠে মনোযোগ দিচ্ছে এবং তাদের মনে আর কিছুই নেই।” উল্লেখ্য যে, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক বয়কটের দাবি তীব্র হয়ে ওঠে।
আরও পড়ুন: চিন সীমান্তে ট্রেন চালাবে ভারত! ৩০,০০০ কোটি টাকা খরচে তৈরি হবে রেললাইন
উল্লেখ্য যে, নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত (India National Cricket Team) ও পাকিস্তানের মধ্যে ম্যাচ সম্পন্ন হবে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। যেখানে তিনি বলেন, ভারতীয় দল এই ম্যাচটি জিতবে। এই কিংবদন্তি অলরাউন্ডার আরও বলেন, “গত ম্যাচে ভারতের দেখানো পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। তা দেখে আমি নিশ্চিত যে এবারও ভারতীয় দল আমাদের গর্বিত করবে।”
আরও পড়ুন: বিক্রিই হচ্ছে না টিকিট! একাধিক কারণে ভারত-পাক ম্যাচের প্রতি আগ্রহ হারাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা
বিরাট এবং রোহিতের মতো পুরনো খেলোয়াড়দের অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কপিল বলেন যে, “তারা তাদের সময়ে ভালো করেছে এবং এখন নতুন খেলোয়াড়দের পালা। যাদের দিকে আমাদের নজর দিতে হবে।”