বিশ্বকাপের আগে ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া! প্রকাশ্যে এল দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় লিগ IPL নিয়ে ব্যস্ত ক্রিকেট মহল। এই টুর্নামেন্ট শেষ হতেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের (পুরুষ) দামামা। ওয়ান ডে বিশ্বকাপে লজ্জাজনক হারের পর T20 World Cup এর দিকে তাকিয়ে রয়েছে দেশের জনগণ। সম্প্রতি খবর মিলল, বিশ্বকাপের আগে একবার বাংলাদেশ (Bangladesh) সফরে যাচ্ছে ভারতীয় টিম (India National Cricket Team)। এই সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলবে ভারত।‌

তবে এই সিরিজটি কিন্তু পুরুষদের নয়। পড়শি দেশে টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। এই সিরিজ শুরু হবে আগামি ২৮ এপ্রিল থেকে। ওপার বাংলার সিলেটের মাঠে মোট ৫ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় প্রমিলা ব্রিগেড। সম্প্রতি সিরিজের খুঁটিনাটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে শুরু হবে আইসিসি-র এই টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বাংলাদেশ সফরে যাবেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। মূলত বাংলাদেশের আবহাওয়া, সেখানকার হালহকিকত এবং সেখানে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে পিচের প্রকৃতি বুঝতেই এই সফর। আগামি ২৮ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত চলবে এই সিরিজ। সম্প্রতি প্রকাশ্যে এল সম্পূর্ণ সফরসূচি।

ভারত বাংলাদেশ টুর্নামেন্টের সম্পূর্ণ শিডিউল :

প্রথম টি-টোয়েন্টি- ২৮ এপ্রিল, রবিবার, সিলেট
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৩০ এপ্রিল, মঙ্গলবার, সিলেট
৩য় টি-টোয়েন্টি- ০২ মে, বৃহস্পতিবার, সিলেট
চতুর্থ টি-টোয়েন্টি- 06 মে, সোমবার, সিলেট
পঞ্চম টি-টোয়েন্টি- ০৯ মে, বৃহস্পতিবার, সিলেট।

আরও পড়ুন : বিশ্বকাপের আগে ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া! প্রকাশ্যে এল দিনক্ষণ

301596.6

ভারত-বাংলাদেশের রেকর্ড কেমন?

ভারতীয় মহিলা দল শেষবার যখন বাংলাদেশ সফরে যান সেবার তারা সিরিজ জিততে পারেনি। সেবার সিরিজ ড্র হয়। এছাড়াও টোয়েন্টি আন্তর্জাতিকে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে টিম ইন্ডিয়া ১১টি ম্যাচে জিতেছে এবং বাংলাদেশ ভারতীয় দলকে পরাজিত করেছে দুবার। শেষ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে ভারত তিনটি জিতেছে, এবং বাংলাদেশ দুটি জিতেছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর