অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ODI-তে দাপট ভারতের! এই ৫ টি কারণেই বাজিমাত টিম ইন্ডিয়ার

Published on:

Published on:

India National Cricket Team won the third ODI match against Australia.

বাংলা হান্ট ডেস্ক: সিডনিতে খেলা তৃতীয় ODI-তে টিম ইন্ডিয়া (India National Cricket Team) অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তবে, এই ম্যাচে জিত এলেও অস্ট্রেলিয়া কিন্তু সিরিজ জিতেছে। এদিকে, শুক্রবারের এই ম্যাচে রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং হর্ষিত রানার মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন কারণে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ODI-তে সফল হল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ODI-তে জিতেছে ভারত (India National Cricket Team):

১. রোহিত শর্মার দুরন্ত পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, সিডনিতে তৃতীয় ODI-তে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) জয়ের সবচেয়ে বড় তারকা হলেন রোহিত শর্মা। যিনি দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন। রোহিত দ্বিতীয় ODI-তেও একটি হাফ-সেঞ্চুরি করেছিলেন। তবে, ভারত সেই ম্যাচটি জিততে পারেনি। তবে, শুক্রবারের ম্যাচে ভারত ৯ উইকেটে জিতেছে। যেখানে রোহিত অপরাজিত ১২১ রান করেন।

২. বিরাট কোহলিও হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন: এবারের অস্ট্রেলিয়া সফরই বিরাট কোহলি আগের ২ টি ম্যাচে শূন্য রানে আউট হলেও তৃতীয় ODI-তে হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ক্ষেত্রে বিরাটের ভূমিকাও অপরিসীম। তিনি রোহিতের সঙ্গে ১৬০ রানেরও বেশি রানের জুটি গড়েন।

৩. হর্ষিত রানা ৪ টি উইকেট নিয়েছেন: সিডনিতে সম্পন্ন হওয়া তৃতীয় ODI-তে হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করে ৪ টি উইকেট নেন। আগের ম্যাচেও তিনি ২ টি উইকেট নিয়েছিলেন, সেই ম্যাচে তিনি অনেক রান দিয়ে ফেলেন। তবে, তৃতীয় ODI-তে হর্ষিত অনবদ্য বোলিং করেছেন। তিনি ৮.৪ ওভারে ৩৯ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। এমতাবস্থায়, ভারতের (India National Cricket Team) জয়ের ক্ষেত্রে তিনিও অন্যতম নায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার ভারতে শ্লীলতাহানির শিকার! গ্রেফতার অভিযুক্ত মুসলিম যুবক

৪. ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্স: উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরও তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তৃতীয় ODI-তে সুন্দর ১০ ওভার বল করেছিলেন। যেখানে তিনি ৪৪ রান দিয়ে ২ টি উইকেট নেন।

আরও পড়ুন: ডার্ক স্পট হালকা করতে ৫ ঘরোয়া উপায়, ত্বক হবে তাজা ও জেল্লাপূর্ণ

৫. অক্ষর-সিরাজের পারফরম্যান্স: এদিকে, অক্ষর প্যাটেলও টিম ইন্ডিয়ার (India National Cricket Team) এই ম্যাচে নজর কেড়েছেন। তিনি ৬ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়েছিলেন এবং ১ টি উইকেটও হাসিল করেন। এছাড়াও, মোহাম্মদ সিরাজের নামও উল্লেখ করতে হয়। তিনি বিপজ্জনক ট্র্যাভিস হেডকে আউট করেন। সিরাজ ৫ ওভারে বল করে২৪ রান দেন এবং ১ টি উইকেট নেন।