ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ করাতে তৈরি হল মাঠ, শুধু BCCI-র সবুজ সঙ্কেতের অপেক্ষা

বাংলা হান্ট ডেস্কঃ সুযোগ আসলেই ভারত বনাম পাকিস্তান সিরিজ আয়োজনে প্রস্তুত, জানিয়ে দিলেন দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল রহমান ফালাকনাজ। ২০১২ সালে পাকিস্তানের ভারত সফরের পর থেকে আর দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দুই দেশের রাজনৈতিক সমস্যাই এই পরিস্থিতির মূল কারণ। এখন শুধু আইসিসি প্রতিযোগিতাতেই একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পায় দুই দল।

আব্দুল রহমান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে শারজার মাঠ একসময় প্রত্যক্ষ করেছেন এমন ভারত-পাক দ্বৈরথ, যা এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সেই সব পুরোনো দিনের কথা মনে করলে তৃপ্তি পান বলেও জানিয়েছেন তিনি। আব্দুল মনে করেন একমাত্র ক্রিকেট-ই পারে দুই দেশের মধ্যে যাবতীয় ব্যবধান ঘুচিয়ে দিতে।

india vs pakistaan

আব্দুল আরও বলেছেন, “আমার এখনও মনে আছে, একবার রাজ কাপুর এখানে এসেছিলেন তার পরিবার সমেত। কোনও একটি পুরস্কার বিতরণী সভায় তাকে সম্মানিত করার কথা ছিল। তিনি মাইক হাতে বলেছিলেন যে শারজার মাটিতে ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে সুন্দর খুব কম জিনিসই আছে। ক্রিকেটই পারে মানুষকে কাছাকাছি আনতে এবং আমাদের সকলের সেই চেষ্টাই করা উচিত।”

বিসিসিআই-কে তিনি পরবর্তীকালে প্রয়োজনে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন করার জন্য স্বাগত জানিয়ে রেখেছেন। তিনি জানিয়েছেন, “বিসিসিআই চাইলে প্রতি বছর আইপিএল এখানেই আয়োজন করতে পারে। আমরা আমাদের মাঠগুলি সবসময় সেভাবেই প্রস্তুত রাখি। খুব ভালো লাগবে যদি কোনওদিন এই মাঠে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়। তবে পুরো ব্যাপারটাই নির্ভর করতে বিসিসিআই এবং পিসিবির সিদ্ধান্তের ওপর। আশা করবো একদিন আমাদের স্বপ্ন সত্যি হবে এবং একবার বা দু বার ভারত এবং পাকিস্তান এখানেই একে অপরের মুখোমুখি হবে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর