বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যতই সময় এগিয়ে আসছে ততই ক্রিকেট সমর্থকদের উত্তেজনা বাড়ছে আসন্ন বিশ্বকাপ (2023 ODI World Cup) নিয়ে। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা এই ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা ক্রিকেট বিশ্ব। আর সেই বিশ্বকাপের আসরে অন্তত গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজক ম্যাচ হতে চলেছে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচটি। ১৫ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দই চিরপ্রতিদ্বন্দ্বী।
কিন্তু তার আগে সেই ম্যাচকে কেন্দ্র করে গজিয়ে উঠলো একটি সমস্যা। পরিস্থিতির যা দাঁড়িয়েছে তাতে ম্যাচটি ঐদিন বাতিল হয়ে যেতে পারে এবং প্রয়োজনে অন্য কোনও ভেন্যুতে খেলা হতে পারে। ম্যাচগুলোর টিকিট এখনো বাজারে ছাড়া হয়নি। ফলে এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু কারণটা কি এই বদলের?
জানা গিয়েছে টুর্নামেন্টের সঙ্গে জড়িত সুরক্ষা নিশ্চিতকারী কমিটি এই ব্যাপারটি নিয়ে প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে। ১৫ তারিখ ভারত বনাম পাকিস্তান ম্যাচের পাশাপাশি নবরাত্রি প্রথম দিন এবং আহমেদাবাদের মানুষ সেদিন থাকবে উৎসবের মেজাজে। একইসঙ্গে গড়বা-ও উদযাপন করবে গুজরাটের মানুষজন। এই ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে মানুষের আবেগও থাকে অনিয়ন্ত্রিত।ফলে গোটা শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশকে।
এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান ম্যাচের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা বেশ কিছুটা কঠিন হয়ে পড়বে বলেই মনে করছে সুরক্ষা নিশ্চিতকারী কমিটি। তবে বিসিসিআই গোটা ব্যাপারটি মাথায় রেখেই সূচি তৈরি করেছিলে বলে জানা যাচ্ছে। তবু এই পরিস্থিতিতে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।
ভারত ও পাকিস্তান এই টুর্নামেন্টে নিশ্চিত ভাবে মাত্র একবারই মুখোমুখি হবে এমনটা বলা যায় না। দুই দলই যদি নক আউটের যোগ্যতা অর্জন করে তাহলে সেমিফাইনাল অথবা ফাইনালে ফের একবার একে অপরের মুখোমুখি হতে পারে বাবর ও রোহিতের দল। সেমিফাইনালে তারা যদি একে অপরের মুখোমুখি হয়, তাহলে সেই ম্যাচটি আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর যদি দুই দল ফাইনালে মুখোমুখি হয় একে অপরের, তবে ফের একবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা হবে দুই দলের।