বাংলা হান্ট ডেস্ক: দিনদিন ভারত ও পাকিস্তানের মধ্যে ঘনীভূত হচ্ছে জটিলতা, বেড়েই চলেছে শত্রু মনোভাবাপন্ন সম্পর্ক। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যেই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। ভারত-পাক সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা বিশ্বে। ইতিমধ্যেই পাকিস্তানকে হুমকি দিয়েছে আমেরিকা। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ অযথা অনৈতিক কাজকর্ম বলে ধরে নিচ্ছে বিশ্বদরবারের বিভিন্ন দেশ গুলি।
সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেন, “পরমাণু ব্যবহারে ‘প্রথম পদক্ষেপ নীতিতে’ বিশ্বাসী আমরা।” শুধু তাই নয় ইমরান আরও জানিয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধ বাধলে এর ফল ভুগতে হবে গোটা বিশ্বকেই।
জম্মু-কাশ্মীরে বিলোপ হয়েছে 370 ধারা, এরপর থেকেই বহু সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। পাক প্রধানমন্ত্রী ইমরান খানও পিছপা হননি কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে ভারতকে কটাক্ষ করতে। আন্তর্জাতিক মহলকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীর ইস্যু নিয়ে যদি শিগগিরই কোন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এর ফল ভুগতে হবে গোটা বিশ্বকে।
ভারত, পাক প্রধানমন্ত্রীর পাল্টা জবাব দেওয়ার আগেই, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই জবাব দিয়েছে আমেরিকা। ভারতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত টিম রোমার বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে ইমরান খান অযথা বেশি বাড়াবাড়ি করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন তিনি।
বিদেশ তো দূরের কথা নিজের দেশেও কোণঠাসা ইমরান খান। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু নিয়ে সেভাবে কোন দাগ কাটতে না পারায় বারবার বিরোধীদের কটাক্ষ তীর বিঁধেছে ইমরানের গায়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের অন্যতম বিরোধী দল মুত্তাহিদা কওয়ামি মুভমেন্টের প্রধান আলতাফ হুসেন বলেন, কাশ্মীর ইস্যু ভারতের একেবারেই অভ্যন্তরীণ মামলা। পাক সেনার সেদেশে কাশ্মীর নিয়ে কোনো বিভ্রান্তিমূলক কাজকর্ম বা মন্তব্য একেবারেই আবশ্যিক নয়।