বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বাংলাদেশে (Bangladesh) গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে, এই সরকার কাজ শুরু করলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারদর আদৌ স্থিতিশীল পর্যায়ে নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি সেখানে হু হু করে বৃদ্ধি পাচ্ছে খাদ্য সামগ্রীর দাম। যেই তালিকায় রয়েছে ডিম থেকে শুরু করে আলু।
বাংলাদেশের (Bangladesh) বাজারদর নিয়ন্ত্রণে বড় ভূমিকা ভারতের:
কয়েকদিন আগেই বাংলাদেশে (Bangladesh) প্রতি পিস ডিমের দাম পৌঁছে গিয়েছিল ১৫ থেকে ১৬ টাকায়। মূলত, প্রয়োজনের তুলনায় জোগানের অপ্রতুলতার কারণে ঘটেছিল এই দাম বৃদ্ধি। এমতাবস্থায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। শুধু তাই নয়, ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয় ২ লক্ষ ৩১ হাজার ৪০ টি মুরগির ডিম। আর এই বিপুল রপ্তানির পরেই বাংলাদেশের বাজারে ডিমের দাম কমে দাঁড়ায় ৭ থেকে ৮ টাকায়।
তবে, ডিমের জোগানের ক্ষেত্রে ভারতের সাহায্যের পাশাপাশি এবার আলুর ক্ষেত্রেও ভারত থেকে করা হল রপ্তানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি করার ক্ষেত্রে বাংলাদেশের (Bangladesh) তরফে ১০ জন আমদানিকারী ইমপোর্ট পারমিট (আইপি) পেয়েছেন। গত শুক্রবার সকালেই এই বিষয়টি নিশ্চিত করেছিলেন হিলি স্থলবন্দরের উচ্চ কর্মকর্তা ইউসুফ আলী।
আরও পড়ুন: Big Breaking: আর জি কর কাণ্ডে নাটকীয় মোড়! তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ
বিষয়টির পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, বাংলাদেশের (Bangladesh) বাজারে আলুর দাম স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট বন্দরের ১০ জন ব্যবসায়ী আলু আমদানির অনুমতি পেয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানান যে, এই আমদানিকারীরা আগে থেকেই আইপি তথা ইমপোর্ট পারমিটের জন্য আবেদন জানিয়েছিলেন। এমতাবস্থায়, সমগ্র প্রক্রিয়া দ্রুত শেষ করে ভারত থেকে আলু আমদানির বিষয়টি শুরু করা হবে।
আরও পড়ুন: এবার আন্তর্জাতিক স্তরে বাজিমাত করলেন আদানি! একইসাথে “বিশ্বসেরা” হল গ্রুপের ৮ টি কোম্পানি
অর্থাৎ, বাংলাদেশের (Bangladesh) আমদানিকারীরা কয়েক দিনের মধ্যেই ভারত থেকে আলু আমদানি করতে পারবেন। এদিকে, হিলি স্থলবন্দরের আলু আমদানিকারীরা জানান, ওই বন্দরের ১০ জন ব্যবসায়ী আলু আমদানির অনুমতি পেয়েছেন। সেক্ষেত্রে এলসি খুলতে কিছু সময় লাগে। এমতাবস্থায়, ভারত থেকে আলু আমদানি শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।