মাধ্যমিক পাশেই দুর্দান্ত চাকরির সুযোগ! পরীক্ষা ছাড়াই ১২,৮২৮টি শূন্যপদে নিয়োগ, এই ভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। ইন্ডিয়া পোস্ট (India Post) গ্রামীক ডাক সেবক (GDS) পদের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। এই নিয়োগ ড্রাইভ সংস্থায় মোট ১২৮২৮টি পদে নিয়োগ করা হবে।

২২ মে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১১জুন, ২০২৩ পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। পাশাপাশি সংশোধন উইন্ডো খুলবে ১২ জুন এবং বন্ধ হবে ১৪ জুন, ২০২৩। কোনো পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের নম্বর দেখে মেধাতালিকা তৈরি করা হবে।

নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা যে কোনও স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত গণিত এবং ইংরেজি নিয়ে মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করা যাবে। নূন্যতম কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

JOB 4

যোগ্য প্রার্থীরাইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইট http://indiapostgdsonline.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনকারীদের ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। তবে সমস্ত মহিলা আবেদনকারী, SC/ST আবেদনকারী, PwD আবেদনকারী এবং Transwomen আবেদনকারীদের আবেদনের ফি এর ওপর ছাড় দেওয়া হয়েছে।

Download:

India Post GDS Recruitment Notification


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর