অভিজ্ঞতা ছাড়াই মিলবে কাজের সুযোগ! বিজ্ঞপ্তি জারি করল India Post, কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : ডাক বিভাগের (India Post) পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল চাকরি প্রার্থীদের জন্য। একাধিক শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। পুরুষ-মহিলা উভয়ই আবেদনের যোগ্য। পদগুলিতে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

কোন কোন পদে হবে নিয়োগ, শূন্য পদের সংখ্যা কত, আবেদনের যোগ্যতা কী, আবেদন জানাবেন কীভাবে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। ডাক বিভাগের ব্যাংকিং কার্যক্রমের জন্য এই নিয়োগ করতে চলেছে ইন্ডিয়া পোস্ট (India Post)। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের বাসিন্দারা আবেদন জানাতে পারবেন এই পদে।

ইন্ডিয়া পোস্টে (India Post) চাকরি

কত শূন্য পদে নিয়োগ: বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্ডিয়া পোস্ট মোট ৬৮ টি শূন্য পদে এই নিয়োগ করবে। নিয়োগ হবে একাধিক পদের জন্য।

কোন কোন পদে নিয়োগ: ইন্ডিয়া পোস্ট এসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সাইবার সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করতে চলেছে।

Post Office

বয়স সীমা: ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্ন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। নূন্যতম স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে শূন্য পদে। এছাড়াও ডিপ্লোমা, ডিগ্রী হোল্ডাররা আবেদনের যোগ্য। কিছু পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

আরোও পড়ুন : এই গাড়ি-বাইক চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! বর্ষশেষের রাতেই আগেই বার্তা ট্রাফিক পুলিশের

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে নির্দিষ্ট লিংকে। সেখান গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে পূরণ করতে হবে আবেদন পত্র। তারসাথে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। পাশাপাশি আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস। সবশেষে আবেদনপত্র সাবমিট করে সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়া।

India Post

কোন কোন ডকুমেন্টস লাগবে: প্রার্থীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার  ডকুমেন্টস, বসবাসের প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার, আলহার বা ভোটার কার্ড, অভিজ্ঞতা সার্টিফিকেট, অন্যান্য জরুরি ডকুমেন্টস।

আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি, ২০২৫

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর