ডিজিটাল দক্ষতায় আমেরিকা ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ ডিজিটাল (digital) অপারেশনের জন্য ভারত (india) বিশ্বের সবচেয়ে দক্ষ দেশ, এমনটাই জানাচ্ছে গার্টনার ইনক দ্বারা প্রকাশিত একটি সমীক্ষা। এই সমীক্ষায় আরো জানা যাচ্ছে, এই তালিকায় যুক্তরাজ্য (United kingdom)  এবং যুক্তরাষ্ট্র ( United States of America)  দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। সমীক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্মে (digital platform) কাজ করা 67 শতাংশ কর্মচারী তাদের কাজের জন্য মেশিন লার্নিং  , এআই (AI)  এবং ইন্টারনেট অফ থিংসের  মতো নতুন প্রযুক্তি   গ্রহণ করেছে।

work people technology office communication professional 932699 pxhere.com 1

এই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুসারে, বেশিরভাগ ভারতীয় কর্মচারীরা ডিজিটাল ক্ষেত্রে নতুন প্রযুক্তি শেখার আগ্রহ দেখিয়ে চলেছেন। 27 শতাংশের বেশি কর্মচারী ডিজিটালি দক্ষ এবং ১০ জনের মধ্যে ৭ জন কর্মচারী নতুন প্রযুক্তিকে উচ্চতর বেতন এবং উন্নত সুযোগ হিসাবে দেখছেন।

প্রযুক্তিবিদরা বিশ্বাস করেন যে ম্যানুয়াল  বা আধা-দক্ষ কর্মীদের চেয়ে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ মানুষের চাহিদা অনেকখানি বেশি। কর্মচারীদের রিয়েল-টাইম  সহযোগিতার জন্য সরঞ্জাম ব্যবহারে সিঙ্গাপুর এবং ভারত অন্য দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে, অন্যদিকে চীন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বৃদ্ধি সেই হিসাবে চোখে পড়ছে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ৪৫ শতাংশ ভারতীয় কর্মচারী আপত্তি করেন না যে ডিজিটাল প্রযুক্তি তাদের কাজের অভ্যাস পর্যবেক্ষণ করে। প্রসঙ্গত, ভারতে মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়া (digital India)    প্রকল্প আসার পর যে ডিজিটাল বিপ্লব এসেছে, তারই ফসল হিসাবে একে দেখা হচ্ছে।

 

সম্পর্কিত খবর