বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মহিলা ODI বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতের মেয়েরা। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ক্রিকেটের ময়দানে ভারতীয় মহিলা টিমের দাপট পরিলক্ষিত হল। মূলত, কলম্বোতে সম্পন্ন হওয়া প্রথম মহিলা ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপের (Blind Women’s T20 Cricket World Cup) সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে।
দৃষ্টিহীন মহিলাদের T20 বিশ্বকাপ (Blind Women’s T20 Cricket World Cup) ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া:
ভারতীয় ব্যাটার বাসন্তী হাঁসদা তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার মাধ্যমে ভারতকে জয় এনে দেন। ভারত এবার ফাইনালে অপর সেমিফাইনালের বিজয়ী পাকিস্তান অথবা নেপালের মুখোমুখি হবে।

বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন: জানিয়ে রাখি যে, রাতভর বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ের মাধ্যমে ভারতীয় দল অস্ট্রেলিয়ান ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
আরও পড়ুন: বড় পদক্ষেপ! এবার এই বিশেষ কারণে আরও ২ টি কোম্পানি গঠন করল আদানি গ্রুপ
তবে, বি২ ব্যাটার জুলি নিউম্যানের ২৫ রান, বি৩ ব্যাটার চানাকান বুখাওয়ের ৩৪ রান এবং কোর্টনি লুইসের ১৪ রানের সুবাদে অস্ট্রেলিয়া ১১১ রানের একটি সম্মানজনক সংগ্রহ করতে সক্ষম হয়। যার মধ্যে ২০ টি অতিরিক্ত রানও অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে কবে-কোথায় হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? মিলল আপডেট
ভারতীয় ব্যাটারদের দাপট: এদিকে, রান তাড়া করতে নেমে ভারতের বি৩ ব্যাটার গঙ্গা কদম ৩১ বলে ৪১ রান এবং বি২ ব্যাটার বাসন্তী হাঁসদা ৩৯ বলে ৪৫ রান করে জয়ের পথ প্রশস্ত করেন। শুধু তাই নয়, বি১ ব্যাটার করুণা মাত্র ৫ বলে ১৬ রান করে ভারতকে ৯ উইকেট বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন। জানিয়ে রাখি যে, পাকিস্তান এবং নেপালের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল রবিবার সম্পন্ন হবে।












