এক ম্যাচে ১৫ গোল! বাংলাদেশকে উড়িয়ে হকি বিশ্বকাপের দিকে এক পা বাড়ালো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশকে খড়-কুটোর মতো উড়িয়ে দিল ভারত। ওমানের মাটিতে দাপুটে পারফরম্যান্স করে বাংলাদেশের বিরুদ্ধে গুণে গুণে ১৫ টি গোল করল ভারতীয় হকি দল। তবে আশ্চর্যের ব্যাপার হল ম্যাচের প্রথম গোলটি করেছিল বাংলাদেশ। কিন্তু তারপর তাদের যা সহ্য করতে হয়েছে তা হয়তো সেই দলের খেলোয়াড়রা গোটা জীবন মনে রাখবেন।

বর্তমানে এশিয়ান হকি 5S বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নেমেছে ভারত। এদিন ভারতের হয়ে পোকার (৪ গোল) মারেন মানিন্দর সিং। হ্যাটট্রিক করেন মহম্মদ রাহিল। খাতায় কলমে বাংলাদেশ হকি দল ভারতের থেকে বহু পিছিয়ে। দুর্বল দলের বিরুদ্ধে দুর্বল দলের সঙ্গে যেমন আচরণ করা উচিত তেমনটাই করে দেখিয়েছে ভারতীয় হকি দল।

মানিন্দর ও রাহিল ছাড়াও সুখবিন্দর, গুরজ্যোত এবং পাবন রাজভর। একটি করে গোল করেছেন মন্দীপ মোর ও দীপসান তিরকি। বাংলাদেশের কিছুটা সম্মান রক্ষার জন্য ওই একটি গোল করেছিলেন সাভন সরোবর। এরপরে কঠিন প্রতিদ্বন্দ্বিতের মুখোমুখি হওয়ার আগে নেট প্র্যাক্টিসটা ভালোই সেরে নিয়েছে ভারতীয় দল।

বুধবার অর্থাৎ আজ ভারতীয় দল দুটি ম্যাচ খেলবে। আজকের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ওমানের বিরুদ্ধে। আর দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের থেকে তারা অনেকটাই সফল দল।

ভারত আজকের ম্যাচটি জিতলে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের অনেকটা কাছাকাছি চলে যাবে। তা না হলে বৃহস্পতিবারও তাদের সামনে সুযোগ থাকছে। ওইদিন দুটি ম্যাচে মালয়েশিয়া এবং জাপানের মুখোমুখি হবে ভারতীয় দল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর