রাশিয়ার থেকে তেল কিনে কত খরচ বাঁচলো ভারতের? অবাক করবে টাকার অঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে গোটা বিশ্বের নিরিখে ভারত তৃতীয় বৃহত্তম অপরিশোধিত খনিজ তেলের ক্রেতা।  বিগত বছরে রাশিয়া ইউকেন-রাশিয়া যুদ্ধের পর রাশিয়াকে অর্থনৈতিক ভাবে চাপে ফেলতেই কড়া পদক্ষেপ নিয়েছিল আমেরিকা।

রাশিয়ার জ্বালানির উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই  আমেরিকার নির্দেশ মত অনেক দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। কিন্তু আমেরিকার বারণ না শুনেই ভারত রাশিয়া থেকে তেল কিনতে থাকে।

যার ফলে রাজনৈতিক এবং কূটনৈতিক নানাভাবে ভারতের ওপর চাপ পড়তে থাকে। কিন্তু তারপরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। নিজের অবস্থানে অনড়  থেকেই রাশিয়া থেকে লাগাতার তেল কিনতে থাকে ভারত।

Narendra Modi 1

রিপোর্ট অনুযায়ী খবর রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল ভারতে পরিশোধিত হয়ে আমেরিকা বা ইউরোপের বন্দরে গিয়ে পৌঁছত। তাছাড়াও ওপেকযুক্ত দেশ গুলি থেকে রাশিয়া তেলের দাম ছিল অনেকটাই কম। তাই সেই হিসাব অনুযায়ী আগেই অনুমান করা হয়েছিল রাশিয়া থেকে তেল কিনে ২ বছরে খরচ বাঁচিয়েছে ভারত।

আরও পড়ুন: কোণায় বসে কাঁদছে চিন-পাকিস্তান! চাবাহার বন্দর নিয়ে ইরানের সাথে বিরাট চুক্তি ভারতের

হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে ভারত ১৫৭.৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত জ্বালানি তেল কিনেছিল রাশিয়া থেকে। আর পরের অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে সেই পরিমাণ কিছুটা কমে যায়। তা সত্ত্বেও রাশিয়া থেকে ভারত গত অর্থবর্ষে ১৩২.৪ বিলিয়ন ডলারের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছিল।

রিপোর্ট বলছে ভারত ২০২২-২৩ অর্থবর্ষে ভারত ২৩২.৭ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছিল। আর তার পরের অর্থবর্ষে সেই পরিমাণটা ছিল ২৩২.৫ মেট্রিক টন। অর্থাৎ, গত অর্থবর্ষে ভারত আরও সস্তায় জ্বালানি তেল কিনেছে।

naredra modi

যার ফলে জ্বালানি তেল কেনায় ভারতের খরচ কমেছিল ১৬ শতাংশ। রিপোর্ট অনুযায়ী জানা আছে ভারত ২০২৩-২৪ অর্থবর্ষে ৮২.৫৮ প্রতি ব্যারেল গড়ে অশোধিত জ্বালানি তেল কেনে। তাছাড়াও ভারত ওমান,দুবাই থেকেও জ্বালানি তেল কিনে থাকে। তবে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারতের মোট ২৫ বিলিয়ন ডলার খরচ কমেছে বলে জানা যাচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর