বল হাতে বুমরা-শামি, ব্যাট হাতে রোহিত-ধাওয়ানের দাপটে ১০ উইকেটে জয় পেল ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুমরার বোলিং-বিক্রমের পর রোহিতের ব্যাটিং-বিক্রম। ফলস্বরূপ ১০ উইকেটে জয় পেলেও রোহিত শর্মার ভারত। এটি ছিল রোহিত শর্মার স্থায়ী অধিনায়ক হওয়ার পর প্রথম বিদেশের মাটিতে ওডিআই ম্যাচ। জয় দিয়েই শুরু করলেন হিটম্যান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ইংল্যান্ডকে চূড়ান্তভাবে পর্যদুস্ত করে ওডিআই সিরিজে লিড নিল ভারত।

প্রথম ছয়জনের মধ্যে চারজন শুন্যতে আউট। গোল্ডেন ডাক বেন স্টোকস। তিন ওভারেই তিন উইকেটের পতন। এখান থেকেই চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল। তারপরে ইংল্যান্ড কিকরে একশো রানের গন্ডি পেরিয়ে যেতে পারলো সেই নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে। আর্দ্র আবহাওয়া, ঘণ্টায় ১৫ কিমি বেগে বাতাস বইছে, টস জিতে ব্যাটিং নেওয়ার আগে দুবার ভাবেননি রোহিত। বাটলার আফসোস করে জানালেন জিতলে তারাও বোলিং নিতেন। দলের তিন পেসারকে আক্রমণাত্মক ফিল্ড সাজিয়ে লেলিয়ে দিলেন। ফলস্বরূপ ব্যাটিংয়ে বিশাল গভীরতাসম্পন্ন ইংল্যান্ড মাত্র শেষ ১১০ রানে।

একদম শুরুর দিকের ওভারগুলি যেভাবে বল করছিলেন বুমরা এবং শামি, দেখে মনে হচ্ছিল না ইংল্যান্ডের কোন ব্যাটারই বেশিক্ষণ টিকতে পারবেন।বিশেষ করে বুমরার সুইং বুঝতে অসুবিধায় পড়ছিলেন সকল ইংল্যান্ড ব‍্যাটার। কিছু বোঝার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রয়, রুট এবং স্টোকস। বেয়ারস্টো নিজের স্বাভাবিক ব্যাটিং বদলে কিছুক্ষন চেষ্টা করলেও তিনিও ৭ রান করে বুমরার শিকার হন। এরপর বাটলার (৩০) এবং শেষের দিকে ডেভিড উইলি এবং কার্সের জুটি কিছুটা চেষ্টা করে ইংল্যান্ডকে ১০০ রানের গন্ডি পেরোতে সহায়তা করেন। ইতিহাস তৈরি করেন আজ যশপ্রীত বুমরা। প্রথম ভারতীয় প্রেসার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গত দেন শামি। মঈন আলীর উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা।

rohit sharma w

জবাবে ব্যাট করতে নেমে সংহার মূর্তি ধারণ করেন রোহিত শর্মা। যে পিচে ভারতীয় বোলারদের বোলিংয়ের কোন কূলকিনারা পাচ্ছিল না ইংল্যান্ডের ব্যাটাররা সেই পিচেই ইংলিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন হিটম্যান। তার রুদ্র মূর্তি দেখে নিজের স্বাভাবিক খেলা পাল্টে একদিক ধরে রাখলেন শিখর ধাওয়ান (৩১*)। মাত্র ১১২ বল খেলেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাঁচ টি চার এবং পাঁচটি ছক্কা সহ ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর