সংকোটমোচন রূপে ভারতঃ উত্তর কোরিয়াকে পাঠাল ১০ লক্ষ ডলার মেডিক্যাল হেল্প

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটকালে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ভারত (India)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে এবার সাহায্য করল উত্তর কোরিয়াকে (North Korea)। শাসক কিম জং উনের দেশকে সাহায্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি শাসক কিম জং উনের প্রাপ্ত মার্শাল উপাধির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁকে ভারতের তরফ থেকে সম্মান জানান নয়াদিল্লির দূত অতুল মলহারি গোতসুরভে।

উত্তর কোরিয়াকে ভারতের
সৌজন্য বিনিময়ের পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে এবার উত্তর কোরিয়াকে সাহায্য করল ভারত। প্রায়  ১০ লক্ষ মার্কিন ডলার অর্থমূল্যের যক্ষা প্রতিরোধক ওষুধ পাঠাল ভারত। সেখানে যক্ষার ওষুধের ঘাটতি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে অনুরোধ করেছিল সাহায্যের জন্য। সেই কথাই রাখল ভারত।

এই সাহায্য কিন্তু প্রথম নয়
সাহায্যের সূচনা এটাই প্রথমবার নয়। এর আগেও একবার উত্তর কোরিয়াকে সাহায্য করেছিল ভারত। উত্তর কোরিয়ায় সংকট দেখা দেওয়ায় ২০১১ সালে এবং ২০১৬ সালে ১০ লক্ষ মার্কিন ডলার করে খাদ্যসামগ্রী সেখানে পাঠিয়েছিল ভারত। এরপর ২০২০ সালে আবারও ভারতের থেকে সাহায্য পেলেন শাসক কিম জং উন।

উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত
পূর্বে দক্ষিণ কোরিয়াতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গেলেও, বর্তমান সময়ে উত্তর কোরিয়াতেও করোনা ভাইরাসের প্রসার ঘটতে শুরু করেছে। এতদিন যাবৎ উত্তর কোরিয়াতে কোন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়নি। কিন্তু জানা গিয়েছে শনিবার সীমান্ত লাগোয়া শহর কায়েসংয়ে একজন করোনা আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে।

লকডাউন ঘোষণা করলেন শাসক কিম
ওই ব্যক্তি বিগত ৩ বছর আগে দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সীমানা পেরিয়ে বেআইনি ভাবে উত্তর কোরিয়াতে এসেছেন। তবে এই বিষয়ে এখনও অবধি বিশদে কিছু জানা যায়নি। দেশের প্রথম করোনা আক্রান্তের খবর পেয়ে তড়িঘড়ি লকডাউন ঘোষণা করলেন শাসক কিম জং উন।

সম্পর্কিত খবর

X