বিশ্বের বাজারে তাক লাগাচ্ছে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোডাক্ট, রপ্তানি হল আর এক লোকোমোটিভ

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম থেকেই মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর ভারত তৈরীর লক্ষ্যে অগ্রসর হবার কথা বলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষত একদিকে যখন করোনা কালে চলছে লকডাউন, বড় ধাক্কা লেগেছে ভারতীয় অর্থনীতিতে, তখন তাকে ফের একবার ট্র্যাকে ফেরাতে ভারতীয় দব্যের বিদেশে রপ্তানি একান্ত প্রয়োজন। সেই পথেই এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে আরো এক ধাপ অগ্রসর হলো ভারতীয় রেল। চলতি বছরেই মোজাম্বিকের সঙ্গে এ বিষয়ে একটি বড় চুক্তি করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল, ভারত থেকে মোট ছটি লোকোমোটিভ এবং নব্বইটি স্টেইনলেস স্টিলের যাত্রীবাহী প্যাসেঞ্জার কোচের অর্ডার দিয়েছে মোজাম্বিক।

ইতিমধ্যেই মার্চের ১০ তারিখে করোনার এই বড় চ্যালেঞ্জ সত্বেও প্রথম ব্যাচের দুটি লোকোমোটিভ মোজাম্বিকে রপ্তানি করেছে ভারত। এছাড়া একটি ৩০০০ এইচপি লোকোমোটিভও ইতিমধ্যেই মোজাম্বিকে রপ্তানি করা হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, এই লোকোমোটিভ গুলি তৈরি করছে বারানসি লোকোমোটিভ সংস্থা। তিনি আরো জানান, রেল মন্ত্রকের মোজাম্বিকের এই চুক্তি ইন্দো-আফ্রিকান সম্পর্ককে আরও অনেক বেশী মজবুত করবে।

যে ধরনের লোকোমোটিভ দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক মানের এবং দামও অনেকটাই সাধ্যের মধ্যে। যার ফলে আগামী দিনে এতে মোজাম্বিকের সঙ্গে ভারতের ব্যাবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে রেলমন্ত্রক।তিনি আরও জানান, করোনা কালে সমস্ত চ্যালেঞ্জ সত্বেও এই কাজ অত্যন্ত সুচারুরূপে পালন করেছে ভারতীয় রেল। আগামী দিনে, যত শীঘ্র সম্ভব বাকি ব্যাচগুলিও মোজাম্বিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত থেকে পাঠানো লোকোমোটিভ গুলিতে থাকছে বেশকিছু অত্যাধুনিক ব্যবস্থা।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এটি লেভেল ট্রাকের ওপর ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতেও প্রায় ২২২৫ টন ভার বহন করতে সক্ষম। এছাড়া লোকোমোটিভের ড্রাইভার কেবিনে রয়েছে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা। মডিউল টয়লেট, হট প্লেট, রেফ্রিজারেটরের ব্যবস্থা তো রয়েছেই তার সঙ্গে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ড্রাইভার ডিসপ্লে। এছাড়া হিটিং ভেন্টিং এসিও সংযুক্ত করা হয়েছে ড্রাইভার কেবিনে।

মন্ত্রক তরফে বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে গিয়ে আরও বলা হয়েছে, এই লোকোমোটিভের কনসোল কন্ট্রোলটি ডানহাতি ড্রাইভের জন্যও ডিজাইন করা হয়েছে। যাতে কোনো ক্ষেত্রেই চালকের কোন অসুবিধা না হয়। সাথে রয়েছে কম্পিউটার কন্ট্রোল্ড ব্রেক সিস্টেম, যার জেরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। এছাড়া বড় ধরনের যাত্রার জন্য ছয় হাজার লিটারের ফুয়েল ট্যাংক এবং অন্যান্য সমস্ত সুবিধাও রয়েছে এই লোকোমোটিভগুলিতে৷ ইতিমধ্যেই দ্বিতীয় এবং অন্যান্য ব্যাচগুলিও ভারত থেকে মোজাম্বিকে রপ্তানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর