বাংলাহান্ট ডেস্ক: ভারতে (India) শব্দভেদী অস্ত্রের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। দীর্ঘপাল্লার স্ক্র্যামজেট ইঞ্জিন সংক্রান্ত একটি দীর্ঘকালীন পরীক্ষায় সফল হয়েছে কেন্দ্রীয় এই প্রতিরক্ষা গবেষণা সংস্থা। হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির ক্ষেত্রে এই প্রযুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য ভারতের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
শব্দভেদী অস্ত্রের ক্ষেত্রে নয়া নজির ভারতের (India)!
জানা গিয়েছে, হায়দরাবাদে ডিআরডিও-র একটি গুরুত্বপূর্ণ গবেষণাগারে এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষাকালীন স্ক্র্যামজেট ইঞ্জিনটি ১২ মিনিটেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করেছে। এত দীর্ঘ সময় ধরে ইঞ্জিনের স্থিতিশীল কার্যক্ষমতা বজায় রাখা এই প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই দিক থেকে দেখলে, এই পরীক্ষার সাফল্যকে এক নতুন মাইলফলক হিসেবেই দেখছে প্রতিরক্ষা মহল।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত! ৩৮ বছর বয়সে প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার
উল্লেখ্য, গত বছরের ২৫ এপ্রিল স্ক্র্যামজেট ইঞ্জিনের প্রথম পরীক্ষামূলক সাফল্য পেয়েছিল ডিআরডিও। তার পরবর্তী ধাপে এ দিনের দীর্ঘকালীন পরীক্ষায় সাফল্য পাওয়া হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। হাইপারসনিক ক্রুজ মিসাইল এমন একটি অস্ত্র, যা শব্দের গতির পাঁচ গুণেরও বেশি, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৬,১০০ কিলোমিটার গতিতে দীর্ঘ সময় উড়তে সক্ষম। এই ধরনের গতিবেগ এবং স্থায়িত্ব বজায় রাখতে স্ক্র্যামজেট ইঞ্জিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, ডিআরডিও-র এই অর্জনের ফলে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল কর্মসূচির ক্ষেত্রে একটি মজবুত ভিত্তি স্থাপিত হল। এই গুরুত্বপূর্ণ মাইলফলক ছোঁয়ার জন্য তিনি ডিআরডিও-র বিজ্ঞানী, প্রকৌশলী এবং শিল্প সহযোগীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, এই সাফল্য ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: নতুন বছরে নয়া নজিরের জন্য প্রস্তুত ISRO! সামনে এল ২০২৬-এর প্রথম স্যাটেলাইট লঞ্চের দিনক্ষণ
প্রতিরক্ষা দপ্তরের সচিব ও ডিআরডিও-র চেয়ারম্যান সমীর ভি কামাতও সংশ্লিষ্ট টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই যুগান্তকারী সাফল্য ভারতের হাইপারসনিক অস্ত্র উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। বর্তমানে একাধিক দেশ দূরপাল্লার নির্ভুল হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। সেই প্রেক্ষাপটে ডিআরডিও-র এই সাফল্য ভারতকে বৈশ্বিক প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দৌড়ে আরও এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












