SCO মিটিংয়ে চিনকে তার ‘অওকাত’ দেখালেন মোদি! BRI প্রকল্পে ‘না’ ভারতের, বেসামাল পাকিস্তানও

বাংলা হান্ট ডেস্ক : শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (Shanghai Co-Operation Organisation)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। প্রথম বার এই বৈঠকের সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সভাপতিত্বে এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping), পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)-সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রধানেরা। গত বছরের ডিসেম্বরে উজবেকিস্তানের (Uzbekistan) সমরখন্দে এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন নমো।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে ফের চিনকে বড় ধাক্কা দিল ভারত। চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative) প্রকল্পকে ভারত সরাসরি নাকচ করেছে। ভারতই এসসিওর একমাত্র সদস্য যারা সরাসরি চিনের বিআরআই-এর বিরোধিতা করেছে। শুধু তাই নয়, পাক-অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে যাওয়া চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) নিয়েও ভারত তীব্র আপত্তি জানিয়েছে নয়া দিল্লি।

   

রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান বিআরআই-এর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ভারত আয়োজিত ভার্চুয়াল এসসিও শীর্ষ সম্মেলনে বিআরআই নিয়ে নিজেদের অবস্থান ফের একবার স্পষ্ট করেছে। চিনের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের প্রশ্নে মোদী বলেন, ‘একে অপরের প্রয়োজন এবং সংবেদনশীলতাকে বোঝা এবং আরও ভাল সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জের সমাধান করা আমাদের সাধারণ দায়িত্ব’।

modi sharif jinping
বিআরআই নিয়ে নিজের অবস্থানে অনড় থেকে ভারত চিনকে তার নিজের ভাষায় উপযুক্ত জবাব দিয়েছে। যদিও রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এতে তাদের সমর্থন দেখিয়েছে, অন্যদিকে ভারত চিনের সামনে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ভারত বিআরআই-এর বিরোধিতা এই প্রথম নয়। বহুবার ভারত এ বিষয়ে মতানৈক্য প্রকাশ করেছে। এই ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র অঞ্চলের যোগাযোগ বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন।

ভারত চিনের এমন কোন প্রকল্পকে সমর্থন করে না, যা দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভারতের বিআরআইকে সমর্থন না করার সবচেয়ে বড় কারণ হল চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর, যা প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পটি সেই অবৈধভাবে পাকিস্তানের দখলকৃত অঞ্চলের মধ্যে রয়েছে।

রাশিয়া, চিন, ভারত, পাকিস্তান, কাজখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান— এই ৮ দেশ এখন শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন-এর পূর্ণাঙ্গ সদস্য। এ ছাড়াও ৪টি দেশ— আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া রয়েছে পর্যবেক্ষক সদস্য হিসাবে। ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে ৯টি দেশ— আর্মেনিয়া, আজ়ারবাইজান, মিশর, কাতার, নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া এবং সৌদি আরব।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর