আমেরিকার সঙ্গে আলোচনার মাঝেই এই দেশের সঙ্গে ট্রেড ডিলের পথে ভারত! মিলল আপডেট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফরে গিয়ে এক ঐতিহাসিক ঘোষণা করলেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, এবং খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

শীঘ্রই ভারত (India) ও নিউজিল্যান্ডের বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে-এর সঙ্গে বৈঠকের পর পীযূষ গোয়েল বলেন, “আমি বিশ্বাস করি এটি একটি ঐতিহাসিক সফর। আমরা খুব শীঘ্রই একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছি। দুই দেশ একে অপরের সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে এগোচ্ছে, এবং আমাদের আলোচনাগুলি অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে।” ভারতের (India) কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, দুই দেশের আলোচক দলগুলি দুর্দান্ত কাজ করছে। অনেক জটিল বিষয় ধৈর্য ও সহনশীলতার সঙ্গে নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট কিছু বিষয়েও ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা চলছে। “আমরা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই এগোচ্ছি। আশা করছি, এই সফরের পর দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর আর সময়ের অপেক্ষা মাত্র,” বলেন গোয়েল।

আরও পড়ুন:লুকিয়ে পারমাণবিক পরীক্ষা করছে পাকিস্তান? ট্রাম্পের দাবিকে অস্ত্র করে এবার তোপ দাগল ভারত

বর্তমানে ভারত (India) ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে জানিয়েছেন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে এই বাণিজ্য আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। গত এক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ১০ শতাংশ বেড়েছে, যা উভয় অর্থনীতির আকারের তুলনায় অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন তিনি।

ম্যাকক্লে আরও বলেন, “আমরা এমন একটি চুক্তি তৈরি করতে চাই যা নিউজিল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলির জন্য এবং ভারতে (India) নিউজিল্যান্ডের কোম্পানিগুলির জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে।” তিনি উল্লেখ করেন, এই চুক্তির মাধ্যমে কৃষি প্রযুক্তি, বিজ্ঞান, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে।

India soon to make trade deal with this country.

আরও পড়ুন:তৈরি হবে সমুদ্রের তলদেশের ম্যাপ! জোরদার হবে নজরদারিও, ভারতীয় নৌবাহিনীতে এন্ট্রি নিল INS Ikshak

চার দিনের এই সরকারি সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেন, “আগামীকালও আলোচনা চলবে, এবং আমরা আশা করছি এই সফরেই অনেক কাজ এগিয়ে যাবে। আমি আত্মবিশ্বাসী, খুব শীঘ্রই নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের (India) মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হবে।”

চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুততর করতে নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে আগামী সপ্তাহে ভারত (India) সফরে আসছেন। আশা করা হচ্ছে, তাঁর এই সফরেই চূড়ান্ত কাঠামো নির্ধারিত হবে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারত ও নিউজিল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের ব্যবসায়ী ও শিল্প ক্ষেত্রের জন্য তৈরি হবে অসংখ্য নতুন সুযোগ।