শ্রীলঙ্কার দুঃসময়ে ত্রাতা হয়ে উঠল ভারত, পৌঁছে দিল খাদ্য সামগ্রী ও জ্বালানি

বাংলা হান্ট ডেস্ক: চরম দুঃসময়ে দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা। ঋণের দায়ে জর্জরিত হয়ে কার্যত দেউলিয়া অবস্থা সে দেশের। এমনকি, পরিস্থিতি এতটাই কঠিন যে সাধারণ মানুষের মুখে খাওয়ারটুকু পৌঁছে দেওয়াও রীতিমত কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। পাশাপাশি, যেটুকু খাদ্যদ্রব্য অবশিষ্ট রয়েছে তার দামও হয়েছে আকাশছোঁয়া। এমতাবস্থায়, এই তীব্র সঙ্কটকালে পড়শি দেশের পাশে দাঁড়াল ভারত।

জানা গিয়েছে যে, ইতিমধ্যেই প্রথমবারের জন্য ভারত থেকে খাদ্যদ্রব্য ও জ্বালানি সরবরাহ করা হয়েছে সেদেশে। এছাড়াও, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি তেলের জ্বালানির ট্যাঙ্ক পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। যেহেতু, সাইলন ইলেকট্রিসিটি বোর্ডের মজুত জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কাকে তাই প্রাথমিকভাবে এই ব্যবস্থা সচল রাখতেই পাঠানো হয়েছে জ্বালানির ট্যাঙ্ক।

এছাড়াও, জ্বালানির পাশাপাশি গত শনিবার একটি ৬ হাজার মেট্রিক টনের জাহাজ পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। ভারতের পক্ষ থেকে মোট ৪০ হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হবে এখানে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম চাল রফতানিকারী দেশ হিসাবে ১ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য করবে ভারত। এই তালিকায় রয়েছে চাল, তেল ও ওষুধ। এদিকে, গত শুক্রবার সন্ধ্যার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কায়।

যদিও, এর আগে শ্রীলঙ্কার জুড়ে কারফিউ জারি করেছিল সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু, শুক্রবার সকালেই সেই কারফিউ তুলে নেওয়া হয়। তবে, ঠিক তারপরেই ফের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জারি হয় কারফিউ। এমবতাবস্থায়, বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়ে শ্রীলঙ্কার বিরোধী রাজনৈতিক শক্তিগুলি প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছে। পাশাপাশি, চলছে তীব্র আন্দোলনও। উত্তেজনা শুরু হয়েছে সাধারণ মানুষদের মধ্যেও।

sri lanka 1

এদিকে, বিগত কয়েক দিন ধরে চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে সে দেশ। খাওয়ারের অপ্রতুলতার পাশাপাশি থাকছেনা বিদ্যুৎ পরিষেবাও। ঘন্টার পর ঘন্টা জুড়ে লোডশেডিং চলছে শ্রীলঙ্কায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায়, দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতোবায়া রাজাপাকসে। যার ফলে, কোনো রকম বিচার ছাড়াই যে কোনো সময়ে যে কোনো মানুষকে গ্রেফতার করার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হাতে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর