বড় ওলটপালট! ইংল্যান্ডকে হারিয়ে WTC পয়েন্ট টেবিলে ঝড় তুলে দিল ভারত

বাংলা হান্ট ডেস্ক: এবার দুরন্ত কামব্যাক করল ভারত (India)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত পরাজিত হলেও বিশাখাপত্তনম টেস্টে সেই বদলা নিয়ে নিল ভারতীয় ক্রিকেট টিম (India National Cricket Team)। এমতাবস্থায়, ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে টিম ইন্ডিয়া সিরিজে ১-১ সমতা এনেছে। উল্লেখ্য যে, এই ম্যাচে জিততে ইংল্যান্ডের সামনে ৩৯৯ রানের লক্ষ্য রেখেছিল টিম ইন্ডিয়া।

যার জবাবে, ম্যাচের চতুর্থ দিনে, ইংল্যান্ড দল মাত্র ২৯২ রানেই গুটিয়ে যায় এবং টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নেয়। এদিকে, এই ম্যাচে জয়ের ফলে ভারতীয় দল এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্ট টেবিলে বিশাল সুবিধা পেয়েছে। সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পয়েন্ট টেবিলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

India stormed the WTC points table by defeating England

শুধু তাই নয়, টিম ইন্ডিয়া দ্বিতীয় অবস্থান থেকে সরাসরি পঞ্চম স্থানে চলে গিয়েছিল। তবে, বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়া আবার পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে। এমতাবস্থায়, বর্তমান পরিসংখ্যানের ভিত্তিতে অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: দেশে সৌর প্রকল্পের জন্য বড় পদক্ষেপ টাটার! গ্রাহকদের জন্য ৩,৫০০ কোটি টাকা খরচ গোষ্ঠীর

বাকি দেশগুলির অবস্থান: এদিকে, অস্ট্রেলিয়া এই পয়েন্ট টেবিলের প্রথম অবস্থানে রয়েছে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা তৃতীয়, নিউজিল্যান্ড চতুর্থ এবং বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।

আরও পড়ুন: ১০০ টিরও বেশি চ্যানেল থাকবে হাতের মুঠোয়! দেশের সবথেকে বড় ডিলের পথে আম্বানি

অশ্বিন-বুমরাহের বিপজ্জনক বোলিং: দ্বিতীয় টেস্ট ম্যাচে, ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ এবং স্পিনার আর অশ্বিন ভারতীয় দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে এই দুই বোলারই নেন ৩ টি করে উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন বুমরাহ। যার ফলে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৫৩ রানে গুটিয়ে যায়। এই ম্যাচের দুই ইনিংসে জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৯ উইকেট। বুমরাহের এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর