দেশে সৌর প্রকল্পের জন্য বড় পদক্ষেপ টাটার! গ্রাহকদের জন্য ৩,৫০০ কোটি টাকা খরচ গোষ্ঠীর

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বড়সড় পদক্ষেপের পথে টাটা গ্রুপ (Tata Group)। মূলত, অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্পের ঘোষণার পর, টাটা গ্রুপের কোম্পানি টাটা পাওয়ার লিমিটেড (Tata Power Limited) রীতিমতো সুপার অ্যাক্টিভ মুডে চলে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা পাওয়ার শুক্রবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে তার সৌর প্রকল্প এবং এর ফাইন্যান্স সংক্রান্ত তথ্য সামনে এনেছে।

পাশাপাশি সংস্থাটি জানিয়েছে যে, তার সম্পূর্ণ মালিকানাধীন সোলার সাবসিডিয়ারি কোম্পানি টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড অর্থাৎ TPSSL গত ৪.৫ বছরে সৌর প্রকল্পগুলির জন্য ৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের কাস্টমার ফাইন্যান্স ফেসিলিটি প্রদান করেছে।

Tata's big move for solar projects in the country

কি জানিয়েছে সংস্থা: এই প্রসঙ্গে টাটা পাওয়ার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড গত ৪.৫ বছরে সৌর প্রকল্পের জন্য ৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের কাস্টমার ফাইন্যান্স ফেসিলিটি প্রদান করেছে। এদিকে, TPSSL ২,২০০ টিরও বেশি বাণিজ্যিক এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের ফাইন্যান্স সলিউশনও প্রদান করেছে।

আরও পড়ুন: ১০০ টিরও বেশি চ্যানেল থাকবে হাতের মুঠোয়! দেশের সবথেকে বড় ডিলের পথে আম্বানি

এর মধ্যে আবাসিক গ্রাহকদের জন্য প্রায় ৯ মেগাওয়াট এবং আবাসিক নন এমন গ্রাহকদের জন্য ৮৫০ মেগাওয়াট সামিল রয়েছে। এদিকে, TPSSL ১,০০০-এরও বেশি গ্রাহককে আবাসন ঋণের সুবিধা দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, TPSSL PSU, বেসরকারি ব্যাঙ্ক এবং NBFC সহ ২০ টিরও বেশি সক্রিয় ঋণদাতার সাথে সহযোগিতা করেছে।

আরও পড়ুন: LPG-র দাম নিয়ে বড় বয়ান স্বয়ং মুখ্যমন্ত্রীর! নির্বাচনের আগেই ২০০ টাকা কমবে দাম? কি জানালেন তিনি?

এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI), Union Bank of India, HDFC, Bank of Baroda, Tata Capital, Greenlance Energy, Ecofi, Credit Fair এবং Paytm-এর মতো সংস্থা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর