১০০ টিরও বেশি চ্যানেল থাকবে হাতের মুঠোয়! দেশের সবথেকে বড় ডিলের পথে আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড় ধামাকা করতে চলেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয়, তিনি এবার ভারতীয় মিডিয়া ইন্ডাস্ট্রির সবথেকে বড় নাম হতে চলেছেন। মূলত, একটি চুক্তি হওয়ার সাথে সাথেই মুকেশ আম্বানির হাতে ১০০ টিরও বেশি চ্যানেল এবং দু’টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকবে। এমতাবস্থায়, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবং ওয়াল্ট ডিজনির (Walt Disney) সংযুক্তিকরণ প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই এই দুই সংস্থার মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। এদিকে, Star India এবং Viacom18-এর সংযুক্তিকরণে ১০০ টিরও বেশি টিভি চ্যানেল এবং দু’টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে। এমতাবস্থায়, এই সংযুক্তিকরণ হলে এটি হবে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় সংযুক্তিকরণ।

Mukesh Ambani is going to make the biggest deal this time

কার কত ভাগ থাকবে: Star-Viacom18 সংযুক্তিকরণ ইউনিটে রিলায়েন্সের অংশীদারিত্ব ৫১ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, ডিজনির শেয়ার থাকবে ৪০ শতাংশ। সংযুক্তিকরণ ইউনিটে উদয় শঙ্কর এবং জেমস মারডকের বোধি ট্রি সিস্টেমের অংশীদারিত্ব ৭ থেকে ৯ শতাংশ হতে পারে। তথ্য অনুসারে, রিলায়েন্স সংযুক্তিকরণ অর্থাৎ মার্জার ইউনিটে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে পারে। যাতে এই নতুন সংস্থাটিকে ডাইরেক্ট সবসিডিয়ারি কোম্পানি হিসেবে প্রস্তুত করা যায়। উল্লেখ্য যে, Star এবং Viacom 18 আগামী ৩১ মার্চ, ২০২৩-এ শেষ হওয়া অর্থবর্ষে ২৫,০০০ কোটি টাকার সম্মিলিত রেভিনিউ জেনারেট করেছে।

আরও পড়ুন: ১৮ লক্ষ ইট দিয়ে মুসলিম দেশে তৈরি হল হিন্দু মন্দির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শুরু কাউন্টডাউন

এদিকে, টিভি এবং ডিজিটাল সম্পদগুলি ছাড়াও, যৌথ ইউনিট ইন্ডিয়ান সুপার লিগ এবং প্রো কাবাডি লিগের অধিকারও পাবে। বিষয়টির সাথে যুক্ত একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে ক্রিকেট রাইটস থেকে হওয়া ক্ষতি এবং Diseny+Hotstar-এর গ্রাহক সংখ্যা হ্রাসের সাথে সামঞ্জস্য রেখে, রিলায়েন্স Star India-র মূল্য ৪ বিলিয়ন ডলার অনুমান করেছে। যার কারণে জয়েন্ট ইউনিট ভ্যালুয়েশন ৮ বিলিয়ন ডলার হয়েছে।

আরও পড়ুন: মাজন, তেল অতীত! এবার সফ্টওয়্যার বানাবে পতঞ্জলি! ৮৩০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত রামদেবের সংস্থার

রিলায়েন্সের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বৃদ্ধিও দেখা গেছে। ট্রেডিং সেশনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি। এদিকে, বাজার বন্ধ হওয়ার পরে, কোম্পানির শেয়ার ২.১৮ শতাংশ বৃদ্ধির সাথে ২,৯১৪.৭৫ টাকায় বন্ধ হয়েছে অর্থাৎ ৬২.০৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ার লাইফ টাইম হাই ২,৯৪৯.৯০ টাকায় পৌঁছে যায়। এমতাবস্থায়, সোমবার কোম্পানিটির শেয়ার ৩,০০০ টাকার স্তর অতিক্রম করতে পারে। এছাড়াও, কোম্পানির মার্কেট ক্যাপ ২০ লক্ষ কোটি টাকা অতিক্রম করতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর