মায়নমার ইস্যুতে বড় সিদ্ধান্ত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের, অবৈধ প্রবেশ রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ

বাংলাহান্ট ডেস্কঃ মায়নমারের (Myanmar) আভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না ভারত (india)। তেমনই মায়নমারের কোন শরণার্থীকেও ভারতে জায়গা দেওয়া হবে না- স্পষ্টভাষায় এমনটাই জানিয়ে দিল ভারতের স্বরাষ্ট্র দফতর।

মায়নমারে সেনা আধিপত্যের আঁচ ভারতের পূর্ব সীমান্তের রাজ্যগুলোতেও এসে পড়ছে। বেশকিছু মায়নমারের নাগরিক সীমান্ত পার করে ভারতের মিজোরামে প্রবেশ করলে মিজোরাম সহ মণিপুর, লাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের নাগরিকদের অবৈধ প্রবেশের বিষয়ে সতর্ক করে সর্বোতভাবে প্রশাসনকে সহায়তার অনুরোধ করা হয়েছে।

prothomalo bangla 2021 02 b9987f02 8e21 46ed 9dbb fd76005d0d8b 1

স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতি জারী করে ভারতের সীমান্ত এলাকায় মায়নমারের নাগরিকদের অবৈধ প্রবেশের বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে। মায়নমারের সমস্যার ফলে ভারতে মায়নমারের সীমান্ত থেকে প্রচুর পরিমাণে অবৈধ প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং তা প্রায় শুরুও হয়ে গিয়েছে।

পূর্বেই নির্দেশ দেওয়া হয়েছে, মায়নমারের নাগরিকদের অবৈধ প্রবেশ বন্ধ করার জন্য, তাদের সমস্ত নথি বাতিল করা হতে পারে। পাশাপাশি আরও জানানো হয়েছে- রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত প্রদেশ কোন বিদেশীকে শরণার্থী ঘোষণা করতে পারে না। এটা ভারতের আইন বিরুদ্ধ।

b8452df4 44b3 4371 a9a5 4e97f305a9b1

মিজোরাম সরকারের থেকে জানা গিয়েছে, সম্প্রতি সময়ে সীমান্ত পার করে ১৮ জন মায়নমারের নাগরিক ভারতে প্রবেশ করেছে। যার মধ্যে ১১ জন জানিয়েছেন, তাঁরা পুলিশ কর্মী। পরবর্তীতে ৮ জন পুলিশকর্মীকে ফেরত দেওয়ার নির্দেশ দেয় মায়নমার। শুধু তাই নয়, মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন- মায়নমারের নাগরিকরা সেখানেও প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু মণিপুর অংশে সীমান্ত সুরক্ষা জোরদার থাকায়, তাঁরা আবারও মায়নমারে ফিরে যায়।


Smita Hari

সম্পর্কিত খবর