চিনের সঙ্গে ক্রমশ মিটছে দূরত্ব! সম্পর্কের উন্নতি করতে এবার বড় পদক্ষেপ নিল ভারত

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারত (India) এবং চিন নিজেদের সম্পর্কে দ্রুত উন্নতির দিকে মনোনিবেশ করেছে। ঠিক এই আবহেই এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ভারত চিনা পর্যটকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে সচেষ্ট হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী, ৫ বছর পর চিনা পর্যটকদের জন্য ভারত পুনরায় টুরিস্ট ভিসা ইস্যু করতে চলেছে। বেজিংয়ে স্থিত ভারতীয় দূতাবাসকে উদ্ধৃত করে এই তথ্য উপস্থাপিত করেছে রয়টার্স।

ভারত (India) নিল বড় পদক্ষেপ:

রিপোর্ট অনুসারে, আগামী ২৪ জুলাই,২০২৫ থেকে চিনা পর্যটকদের জন্য আবার ভিসা জারি করা হবে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস ওয়েইবো প্ল্যাটফর্মে চিনে ভারতীয় দূতাবাসের শেয়ার করা একটি পোস্ট শেয়ার করেছে। ভারতীয় দূতাবাসের জারি করা পোস্টে বলা হয়েছে যে “২৪ জুলাই, ২০২৫ থেকে, চিনা নাগরিকরা ভারত ভ্রমণের ক্ষেত্রে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।”

সেখানে আরও জানানো হয় যে, “পর্যটকদের প্রথমে ওয়েব লিঙ্কে অনলাইন ভিসা আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এর একটি প্রিন্ট আউট নিতে হবে। তারপর ওয়েব লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা দেওয়ার জন্য তাঁদের পাসপোর্ট, ভিসা আবেদন ফর্ম এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি বহন করতে হবে।”

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর এই অভ্যাসই বিপদে ফেলবে তাঁকে? কেরিয়ারেও পড়বে প্রভাব? জানলে অবাক হবেন

চিনা পর্যটকদের জন্য দরজা খুলে দিল ভারত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত (India) সরকার এই পদক্ষেপটি এমন এক সময়ে নিয়েছে যখন উভয় দেশ তাদের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য ক্রমাগত আলোচনা করছে। ২০২০ সালে, ভারত (India) করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে সমস্ত টুরিস্ট ভিসা নিষিদ্ধ করেছিল। এদিকে, ২০২২ সালের এপ্রিলে, IATA (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) একটি বিজ্ঞপ্তি জারি করে বলে যে চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা আর বৈধ থাকবে না।মূলত, চিন ২২,০০০ ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরে যাওয়ার জন্য ভিসা দিতে অস্বীকার করার পর ভারত এই পদক্ষেপ নেয়। ভারত তখন চিনা পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু গত কয়েক মাসে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের ধীরে ধীরে উন্নতি হয়েছে।

আরও পড়ুন: ১ দিন আগেও স্কোয়াডে ছিল না নাম! ম্যানচেস্টারে অভিষেক ঘটতে পারে ভারতের এই তরুণ খেলোয়াড়ের

পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচক এলাকা থেকে উভয় দেশই সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। গত ৪ বছর ধরে এই উত্তেজনা অব্যাহত ছিল এবং যেকোনও সময় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও ছিল। এদিকে, দুই দেশের মধ্যে আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে সেনা প্রত্যাহারকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এছাড়াও, ২০২৫ সালের জানুয়ারিতে ভারত (India) ও চিনের মধ্যে বিমান চলাচলও শুরু হয়। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রির চিন সফরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে উভয় পক্ষের কূটনৈতিক পর্যায়ে অনেক ইতিবাচক আলোচনা হয়। ওই সফরের সময়, চলতি বছর থেকে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। এছাড়াও, সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্করও চিন সফর করেন। যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন।