বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে রয়েছে আর মাত্র দুটি দিন। তারপরই ভারতের মাটিতে আরম্ভ হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। যেহেতু ঘরের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে তাই রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team) ফেভারিট হিসেবে মাঠে নামবে। ওডিআই বিশ্বকাপের শেষ তিন সংস্করণে দেখা গিয়েছে যে আয়োজক দেশই ট্রফি হাতে তুলেছে। তবে ভারতের বিশাল সংখ্যক দর্শকদের অতিরিক্ত চাপের সামনে মাথা ঠান্ডা রেখে নিজেদের সেরাটা বার করে আনা, অত্যন্ত কঠিন বিষয়। এই ব্যাপারে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অনেকটা ভূমিকা থাকবে দলকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার।
এর মধ্যে রাহুল দ্রাবিড়ের আরও একটি বাড়তি চাপ থাকবে। দলের প্রধান ব্যাটারদের প্রত্যেকেই গত কয়েক মাস ধরে ভালো ছন্দে রয়েছেন। এই বিষয়টা প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে বড় সমস্যায় ফেলবে তাকে এবং রোহিত শর্মাকে। আর অতি সাম্প্রতিক সময়ে যেভাবে এগোচ্ছে ভারতীয় দল তা দেখে মনে হচ্ছে ফর্মে থাকা এক তারকাকে অনিচ্ছাসত্ত্বেও একাদশের বাইরে রাখতে বাধ্য হবেন ভারতের তারকা কোচ।
এখানে বলা হচ্ছে ঈশান কিষাণের কথা। ওডিআই ফরমেটে গত বছরের একদম শেষে একটি দ্বিশতরান করেছিলেন তিনি। কিন্তু তারপরেও ভারতীয় দলে নিয়মিত হতে পারেননি। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই সিরিজে বাকি ভারতীয় ব্যাটাররা যেখানে বিপাকে পড়েছেন সেখানে তিনি অনায়াসে তিনটি ম্যাচে তিনটি অর্ধশতরান করেছিলেন ওপেন করতে নেমে।
কিন্তু তা সত্ত্বেও শুভমান গিলকেই, রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে বেছে নেওয়া হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এশিয়া কাপে তাই বাধ্য হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করতে হয় ঈশান কিষাণকে। সেখানেও তিনি মনে রাখার মত কয়েকটি ইনিংস খেলেছেন। কিন্তু চোট কাটিয়ে শ্রেয়স আইয়ার দলে ফেরার পর সমস্যা বাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে শ্রেয়স এখন মাঝে ব্যাটিংয়ের জন্য বিশ্বকাপের আগে ফেভারিট হয়ে উঠেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে।
আরও পড়ুন: বিশ্বকাপে নিজের এই বড় শক্তিটা ব্যবহারই করবেন না কোহলি! হতাশ BCCI ও ভারতীয় দল
অপরদিকে ফর্মে থাকা লোকেশ রাহুলকে দিয়েই কিপিং করানোর প্রবণতা দেখা গিয়েছে রোহিত শর্মার মধ্যে। এমন ক্ষেত্রে খুব সম্ভবত বাধ্য হয়েই হয়তো ঈশানকে একাদশের বাইরে রাখতে হবে। দিনের পর দিন ধারাবাহিক পারফরম্যান্স করেও ওপেনিং বা মিডল অর্ডার কোথাও জায়গা হচ্ছে না এই তরুণ ভারতীয় ক্রিকেটারের। তবে এর থেকে বোঝা যায় যে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী, যেখানে ঈশান কিষাণের মতন ব্যাটারকে বসিয়ে রাখতে হবে।