বায়ুসেনার ক্ষমতা বাড়াতে কেন্দ্রের ছাড়পত্রঃ স্পেন থেকে ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট কিনবে ভারত, ৪০ টি তৈরি হবে দেশেই

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিবেশি শত্রু দেশগুলোকে কড়া ভাষার জবাব দিতে প্রস্তুত ভারত (india)। ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করতে স্পেন থেকে ৫৬ টি C-295 মেগাওয়াট পরিবহণ বিমান (transport aircraft) কেনার ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। যার জন্য খরচ ধরা হচ্ছে আনুমানিক ২০ থেকে ২১ হাজার কোটি টাকা।

জানা গিয়েছে, প্রথম ১৬ টি বিমান স্পেনের মাটিতে তৈরি হয়ে আকাশ পথে পাড়ি দিয়ে এসে পৌঁছাবে ভারতে। আর বাকি ৪০ টি বিমান ভারতের মাটিতেই তৈরি হবে। পাশাপাশি সব বিমানেই দেশীয় প্রযুক্তিতে তৈরি কাউন্টারমেজার সিস্টেম থাকবে।

কেন্দ্র এই বিষয়ে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। সূত্রের খবর, স্পেনের সঙ্গে চুক্তি হওয়ার ৪৮ মাসের মধ্যে প্রথম ১৬ টি বিমান উড়ে আসবে ভারতে। এরপর টাটা কনসর্টিয়াম বাকি ৪০ টি বিমান আগামী ১০ বছরের মধ্যে ভারতে বসেই তৈরি করা দেবে। এই প্রথম কোন বেসরকারী সংস্থা ভারতের যুদ্ধবিমান তৈরির বরাত পাচ্ছে।

প্রায় ৬০ বছর আগে ভারতীয় বায়ুসেনার অংশ হয়েছিল অ্যাভ্রো এয়ারক্র্যাফ্ট। এবার সেইসমস্ত বহু পুরোন অ্যাভ্রো এয়ারক্র্যাফ্টের বদলে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে চলেছে ৫-১০ টন বহনের ক্ষমতাসম্পন্ন এবং সমসাময়িক প্রযুক্তির অধিকারী C-295 মেগাওয়াট পরিবহণ বিমান। এই বিমানের একেবারে শেষের দরজা দিয়ে, জরুরি প্রয়োজনে সেনা জওয়ান, মালপত্র আকাশপথ থেকে নীচে ফেলা সম্ভব হবে।

ভারতের মাটিতে এই যুদ্ধ বিমান তৈরির ফলে, বহু মানুষের কর্মসংস্থান হবে। বিমানের নানা ছোট ছোট অংশ তৈরির ক্ষেত্রে দেশের বহু ক্ষুদ্র ব্যবসায়ী এই অভিযানের শরিক হতে পারবে। সেইসঙ্গে চাঙ্গা হয়ে উঠবে ভারতে এয়ারোস্পেস ইকোসিস্টেম।

সম্পর্কিত খবর

X