আরও সুরক্ষিত হবে আকাশ! ১০ টি দেশীয় ফাইটার স্কোয়াড্রন তৈরির ঘোষণা ভারতীয় বায়ুসেনার

Published on:

Published on:

India to make its own 10 fighter squadron.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে, আকাশ সুরক্ষায় আরও ১০টি সম্পূর্ণ দেশীয় ফাইটার স্কোয়াড্রন গঠন করা হবে। বায়ুসেনার শীর্ষ মহল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নতুন স্কোয়াড্রন শুধু আকাশ প্রতিরক্ষা বলয়কে আরও সুরক্ষিতই করবে না, একই সঙ্গে দেশীয় প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে। এই ঘোষণার পাশাপাশি ‘প্রজেক্ট কুশা’ অব্যাহত রাখার কথাও জানিয়েছে বায়ুসেনা। দীর্ঘ-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির এই প্রকল্প বর্তমানে ভারতের প্রতিরক্ষা কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের (India) আকাশ আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ:

প্রজেক্ট কুশা হল ডিআরডিও–র একটি উচ্চক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা প্রকল্প, যার লক্ষ্য একটি দীর্ঘ-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেম তৈরি করা। এই ব্যবস্থা ভারতের (India) আকাশপথে আসা বিভিন্ন ধরনের হুমকি—যেমন যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল—সহ একাধিক বিপদ প্রতিহত করতে পারবে। কুশা প্রকল্পের বিশেষত্ব হল এর তিন স্তরের ইন্টারসেপ্টর ব্যবস্থা। এর মধ্যে M1 ইন্টারসেপ্টর ছোট ও মাঝারি পাল্লার থ্রেট মোকাবিলার জন্য ব্যবহার করা হবে। M2 ইন্টারসেপ্টর থাকবে উন্নত সেন্সর প্রযুক্তি ও শক্তিশালী কাইনেটিক ক্ষমতাসহ, যা মধ্য-পাল্লার বিপদ প্রতিহত করতে সক্ষম। আর M3 ইন্টারসেপ্টর দীর্ঘ-পাল্লার হুমকি, বিশেষ করে ৩৫০ কিলোমিটার দূরের বিপদ পর্যন্ত মোকাবিলা করতে পারবে।

আরও পড়ুন:আগামী সাতদিন নয়া ‘গেম’ খেলবে শীত! দক্ষিণবঙ্গে আর কতটা নামবে তাপমাত্রা, আবহাওয়ার খবর

এই প্রজেক্টে শুধু ইন্টারসেপ্টরই নয়, উন্নত মোবাইল লঞ্চার তৈরিও চলছে জোরকদমে। ডিআরডিও–র ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট (VRDE) M2 ও M3 ইন্টারসেপ্টরের জন্য নতুন প্রজন্মের মোবাইল লঞ্চার তৈরি করছে। এই লঞ্চার হবে মাল্টি-টিউব কনফিগারেশনযুক্ত, যা দ্রুত মোতায়েন ও রিলোড করা যাবে। এটি উচ্চ গতিসম্পন্ন হুইলড বা ট্র্যাকড প্ল্যাটফর্মের ওপর তৈরি হবে, যাতে পাহাড়ি অঞ্চল থেকে সমতলভূমি—যে কোনও ভূখণ্ডেই সহজে মোতায়েন করা যায়। এই প্রযুক্তি ভারতের (India) নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কুশা প্রকল্পের আরেকটি বড় দিক হল এর সেন্সর ও রাডার আর্কিটেকচারের বিশেষ নকশা। এটি এমনভাবে তৈরি করা হচ্ছে যে, ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ—যেমন স্টেলথ যুদ্ধবিমান, লো–RCS লক্ষ্যবস্তু, কিংবা হাইপারসনিক গ্লাইড ভেহিকলের মতো উচ্চ গতিসম্পন্ন মিসাইল—এসবকেও শনাক্ত করে আঘাত হানতে পারবে। ইন্টারসেপ্টরগুলিতে ব্যবহার করা হবে অ্যাকটিভ রাডার হোমিং প্রযুক্তি এবং হাই-স্পিড কাইনেটিক কিল ভেহিকল, যা লক্ষ্যবস্তুকে অত্যন্ত নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম হবে।

India to make its own 10 fighter squadron.

আরও পড়ুন:চিকেন প্যাটিস বিক্রেতাকে মার! “সব ক’টাকে গ্রেপ্তার করিয়েছি”, বললেন মুখ্যমন্ত্রী

বর্তমানে M1 ইন্টারসেপ্টর পরীক্ষার পর্যায়ে পৌঁছে গেছে। M2 এবং M3 ইন্টারসেপ্টরের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। VRDE-এর লঞ্চার সিস্টেমও উন্নয়নের পথে। সব মিলিয়ে, ভারতের আকাশ প্রতিরক্ষার বলয় আরও উচ্চমানের, আরও দেশীয় এবং আরও সুসংহত হতে চলেছে। ১০টি নতুন দেশীয় ফাইটার স্কোয়াড্রনের ঘোষণা ও প্রজেক্ট কুশার অগ্রগতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—ভারত নিজের আকাশকে সুরক্ষিত রাখতে এবং প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করতে নতুন যুগে প্রবেশ করছে।