বাংলাহান্ট ডেস্ক:- মোদির আত্মনির্ভর ভারতের (India) স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক (Defense Ministry) । আগেই সেমিকন্ডাক্টর এবং অন্যান্য পণ্যের পাশাপাশি ভারতীয় যুদ্ধবিমানের ইঞ্জিনও দেশেই তৈরির বার্তা দেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর পথ অনুসরণ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh) ঘোষণা করলেন, ভারত তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (5-gen Fighter Jet) এবং বিমানের ইঞ্জিনগুলি নিজেরাই তৈরি করবে।
আত্মনির্ভর ভারত (India)
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) যে বার্তা দিয়েছিলেন—ভারত প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভর হতে চলেছে—তা কার্যকর করার পথে বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন, দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিমানের ইঞ্জিন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে ইঞ্জিন তৈরির কাজ শুরু হবে।
এএমসিএ প্রকল্প: ভারতের ভবিষ্যতের জেট
অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ) প্রকল্প ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের জেট তৈরির উদ্যোগ। এই প্রকল্পে পাঁচটি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা রয়েছে এবং এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) ইতিমধ্যেই আগ্রহপত্র আহ্বান করেছে।এই জেটগুলি স্টেলথ প্রযুক্তি, সুপারক্রুজ ক্ষমতা এবং উন্নত অ্যাভিওনিক্সে সমৃদ্ধ হবে, যা চিনের জে-২০ বা আমেরিকার এফ-৩৫-এর সমতুল্য হতে পারে।
আরও পড়ুন: জিনপিংয়ের ‘তুরুপের তাস’, সয়াবিন দিয়েই বিশ্ব বাণিজ্যে কোণঠাসা হবেন ট্রাম্প! কীভাবে?
তেজস থেকে এএমসিএ – প্রযুক্তিগত অগ্রগতি
রাজনাথ সিং উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস-কে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) ইতিমধ্যেই ৪৮,০০০ কোটি টাকার ৮৩টি তেজসের অর্ডার এবং নতুন করে ৬৬,০০০ কোটি টাকায় ৯৭টি বিমানের চুক্তি পেয়েছে। তবে বিমান সরবরাহের গতি নিয়ে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিন এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আমরা এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছি। ভারতে বিমানের ইঞ্জিন তৈরি দিকেও এগিয়েছি। ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে মিলে ভারতে ইঞ্জিন তৈরির কাজ শুরু করতে চলেছি।” তিনি আরও বলেন, “আমাদের তেজস বিমান ভারতের দেশীয় প্রতিরক্ষা ক্ষমতার একটি দুর্দান্ত উদাহরণ হতে চলেছে। আমরা এই প্রকল্পে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তবে আমরা সমস্যার সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ।”