বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার হারের মুখ দেখলো ভারত। মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড গড়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল অস্ট্রেলিয়া। আজ মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারিয়ে অজিরা সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। অধিনায়ক মিতালী রাজ, ইয়াস্তিকা ভাটিয়া এবং হরমনপ্রীত কউরের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ভারত প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২৭৭ রানে বোর্ডে তুলেছিল।
এই টুর্নামেন্টের ইতিহাসে এর আগে কখনও এত বড় টার্গেট তাড়া করে জয় পায়নি কোনও দল। কিন্তু ইডেন পার্কে অজি ব্যাটারদের দুরন্ত ফর্ম এবং ব্যাটিং-বান্ধব পরিবেশের সৌজন্যে মেগ ল্যানিং-এর নেতৃত্বাধীন অজি দলটি চলতি বিশ্বকাপে তাদের পঞ্চম ম্যাচ জিতে ভারতের নক-আউটে যাওয়ার রাস্তা কঠিন করে দিয়েছে।
অজি ওপেনার অ্যালিসা হিলি ৬৫ বলে ৭২ এবং র্যাচেল হেইন্স ৫২ বলে ৪৩ রান করে নিজেদের মধ্যে ১২১ রানের ওপেনিং জুটি গড়ে অস্ট্রেলিয়ার কাজটা সহজ করে দেন। শেষে অধিনায়ক মেগ ল্যানিংয়ের ১০৭ বলে ৯৭ রানের ইনিংস অজি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ঝুলন গোস্বামীকে শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করতে হতো। কিন্তু ম্যাচে ২০ বলে ৩০ রান করা বেথ মুনি ৩ বলেই কাজ সেরে ফেলেন। পাঁচটি ম্যাচ থেকে তৃতীয় হারের পর ভারতের জন্য সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে উঠেছে। নক-আউট যেতে হলে ভারতকে তাদের বাকি ম্যাচগুলিতে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে জয় পেতেই হবে।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
ভারত: ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ (মিতালি রাজ ৬৮, ইয়াস্তিকা ভাটিয়া ৫৯, হরমনপ্রীত কৌর ৫৭ অপরাজিত; ডার্সি ব্রাউন ৩/৩০)
অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ৪ উইকেটে ২৮০ (মেগ ল্যানিং ৯৭; পূজা ভাস্ত্রকার ২/৪৩)