বাংলা হান্ট ডেস্কঃ ওয়ানডে সিরিজের পর আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ। আজ ক্যানবেরার ওভাল স্টেডিয়ামে দুপুর 1 টা 40 মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।
ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারার পর আজ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার সামনে। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে জবাব দিতে মরিয়া বিরাট কোহলি, কে এল রাহুলরা।
এক নজরে দেখে নিন কি হতে চলেছে আজ ভারতের সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইআর, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/ওয়াসিনটন সুন্দর, দীপক চাহার, জুজবেন্দ্র চাহাল, যাসস্প্রীত বুমরাহ, টি নটরাজন।