খেলা হবে! ভারতের উইকেট পতন আটকাতে এবার যজ্ঞে বসলেন বাংলার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র

বাংলা হান্ট ডেস্ক: বহু প্রতিক্ষিত ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ (ICC World Cup Final 2023) শুরু হয়ে গিয়েছে। টসে (Toss) জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া (Australia)। অন্যদিকে শুরুটা ভালো করলেও একে একে শুভমন গিল (Shubman Gill), রোহিত শর্মা (Rohit Sharma), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), বিরাট কোহলি (Virat Kohli) আউট হয়ে গিয়েছেন। যার ফলে বেশ খানিকটা চাপে রয়েছে ব্লু ব্রিগেড। আর যখন টিম ইন্ডিয়ার (India) একের পর এক উইকেট পড়ছে, ঠিক সেই সময় কলকাতায় (Kolkata) যজ্ঞে বসলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

আরও পড়ুন: ‘ভারতের সব মুসলমান টিম ইন্ডিয়ার হার দেখতে চাইছে’, অভিনেত্রীর মন্তব্যে শোরগোল

   

এদিন দুপুরে ভবানীপুরে (Bhawanipur) ভারতের জন্য যজ্ঞের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন মদন মিত্র। মঞ্চের পিছনে টিভি স্ক্রিন লাগানো। সেখানেই সকলে ম্যাচ দেখছেন। মঞ্চের উপরে রাখা ওয়ার্ল্ড কাপের একটি রেপলিকা। দেখা যায়, সেই মঞ্চের উপরেই যজ্ঞ করছেন পুরোহিত, সঙ্গ দিচ্ছেন মদন।

ভবানীপুরের এই অনুষ্ঠানে মদন মিত্র বলেন, ‘ইন্ডিয়ার ব্যালেন্স টিম রয়েছে। খেলা চলছে। ১৩০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা রয়েছে। আমরা জিতবই। জিতেকা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।’

উল্লেখ্য, একদা রাজ্যের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) ছিলেন মদন মিত্র। ফলত, তাঁর ক্রীড়া প্রেম সকলেরই জানা। অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচে ইডেনে নাতিকে নিয়ে সশরীরে হাজির হয়েছিলেন কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক। ইডেনে বসেই ম্যাচ দেখেছিলেন। আর এবার টিম ইন্ডিয়ার জন্য যজ্ঞ করলেন মদন মিত্র।

তবে শুধু কলকাতাতেই নয়, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনা করছেন আপামর দেশবাসী। প্রতিবেদন লেখার সময় ৯ উইকেট হারিয়ে ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ২২৭।

Avatar
Monojit

সম্পর্কিত খবর