বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একদিকে যখন IPL-এ বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে KKR কিনে নেওয়ায় বিষয়টি বিতর্কের বিষয় হয়ে উঠছে, ঠিক সেই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, ভারতীয় দল চলতি বছরেই বাংলাদেশ সফরে (India vs Bangladesh) যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ২ জানুয়ারি ওই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। যেটি অনুযায়ী, ভারতীয় দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে। টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ODI এবং ৩ টি T20 ম্যাচের সিরিজ খেলবে।
ভারত-বাংলাদেশ সিরিজের (India vs Bangladesh) শিডিউল ঘোষণা:
ভারত-বাংলাদেশ সিরিজের শিডিউল: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে, ভারত ও বাংলাদেশের মধ্যে ODI সিরিজ আগামী ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর সম্পন্ন হবে। অপরদিকে, T20 ম্যাচগুলি আগামী ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর সম্পন্ন হবে।
The Bangladesh Cricket Board has announced the itinerary for the white-ball series against India
ODIs: September 1, 3, 6
T20Is: September 9, 12, 13 #2026CricketCalendar pic.twitter.com/CIDvTZo5eC— Cricbuzz (@cricbuzz) January 2, 2026
এদিকে, প্রশ্ন হল গত এক বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিস্থিতি অনেকটাই প্রভাবিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের বিরুদ্ধে সমালোচনা চলছে। যা পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। এই আবহে ভারত বাংলাদেশে সিরিজের ঘোষণা বড় বিতর্কের জন্ম দিতে পারে।
আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই কল-SMS! দেশজুড়ে বিশেষ পরিষেবা চালু করল BSNL, লাভবান হবেন গ্রাহকরা
ভারতে বাংলাদেশের খেলোয়াড়রা বিরোধিতার সম্মুখীন হচ্ছেন: জানিয়ে রাখি যে, ২০২৬ সালের IPL-এর আগে নিলামে, কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। তিনি ছাড়া আর কোনও বাংলাদেশি ক্রিকেটার আগামী IPL-এ জায়গা পাননি। কিন্তু, মুস্তাফিজুরকে কেনার পর KKR তুমুল সমালোচনার সম্মুখীন হচ্ছে। এমনকি, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শাহরুখ খানের বিরুদ্ধেও মন্তব্য করছেন।
আরও পড়ুন: গিগ কর্মীদের জন্য বড় আপডেট! এই শর্ত পূরণ করলেই মিলবে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস
ভারত বাংলাদেশে শেষ সিরিজ হেরেছিল: উল্লেখ্য যে, ভারতীয় দল সর্বশেষ ২০২২-২৩ সালে বাংলাদেশ সফর করেছিল। যেখানে তারা ODI সিরিজ হেরেছিল। বাংলাদেশ সেই ODI সিরিজটি ২-১ ব্যবধানে জিতে যায়। তবে, বাংলাদেশের মাটিতে ভারতের রেকর্ড ভালো। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে খেলা ২৫ টি ম্যাচের মধ্যে ভারত ১৮ টিতে জিতেছে, ৬ টিতে হেরেছে এবং ১ টি ম্যাচ ড্র হয়েছে।












