বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই সমাপ্তি ঘটেছে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজেই ইংল্যান্ডকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। এবার শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের তিন ম্যাচের একদিনের সিরিজ।
ভারত বনাম ইংল্যান্ড এর একদিনের সিরিজ এর প্রত্যেকটি ম্যাচই হবে পুনেতে। যেহেতু এই মুহূর্তে মুম্বাইয়ে ফের নতুন করে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে তাই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে অর্থাৎ কোন দর্শককে স্টেডিয়াম এর ভেতরে প্রবেশ করে খেলা দেখতে দেওয়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড এর ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে 23 মার্চ মঙ্গলবার, সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে 26 শে মার্চ শুক্রবার এবং সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি রয়েছে 28 মার্চ রবিবার। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে দুপুর 1:00 থেকে এবং প্রত্যেকটি ম্যাচই দিবারাত্রি ম্যাচ।
এবার একদিনের সিরিজে একাধিক তরুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। যেমন শুভমান গিল, প্রসিদ্ধ কৃষ্ণ, সূর্য কুমার যাদব, শার্দুল ঠাকুর, টি নটরাজন। সেই সঙ্গে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান এর মত সিনিয়র ক্রিকেটাররাও। তাই একদিনের সিরিজে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া।