২০২১ সালেই ইংল্যান্ড সফরে যেতে হবে টিম ইন্ডিয়াকে, সূচি প্রকাশ করে জানিয়ে দিল ECB

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আড়াই মাসের সফর রয়েছে ভারতের। আগামী 2021 সালের জানুয়ারি মাসে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর শেষ হবে। তারপরই ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে আসবে সিরিজ খেলতে, আবার সেই বছরই ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। ইতিমধ্যেই সেই সিরিজের সূচি ঘোষণা করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

2018 সালে ইংল্যান্ড সফরে গিয়ে ছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই সময় ইংল্যান্ডের কাছে 4-1 ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল ভারতকে। আর তাই এই সিরিজ ভারতীয় দলের কাছে কার্যত বদলার সিরিজ হতে চলেছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে 2021 সালে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি:-

4  আগস্ট থেকে 8  আগস্ট প্রথম টেস্ট, ট্রেন্ট ব্রিজ।
12  আগস্ট থেকে 16 ই আগস্ট দ্বিতীয় টেস্ট, লর্ডস।
25 আগস্ট থেকে 29 আগস্ট তৃতীয় টেস্ট, হেডিংলে।
2 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর চতুর্থ টেস্ট, ওভাল।
10 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পঞ্চম টেস্ট, ওল্ড ট্রাফোর্ড।

X