বাংলা হান্ট ডেস্কঃ 17 নভেম্বর জয়পুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবার পর 19 নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে রাঁচিতে। কিন্তু এবার সেই ম্যাচ নিয়ে দেখা দিল সংকট। ভারত নিউজিল্যান্ড সিরিজে এই প্রথমবার 100% দর্শককে মাঠে আসার অনুমতি দেওয়া হয়েছিল। আর তাই নিয়েই এবার আদালতে জমা পরল ম্যাচ বাতিলের আবেদন।
করোনা কালে সরকারি অফিস-আদালত সমস্ত ক্ষেত্রেই 50% কর্মীদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু স্টেডিয়ামের ক্ষেত্রে কিভাবে 100% দর্শকের অনুমতি দেওয়া হয় তাই নিয়েই উঠেছে প্রশ্ন। এই নিয়ে ঝাড়খন্ড হাইকোর্টে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট ধীরাজ কুমার। আবেদনে বলা হয়েছে হয় এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করতে হবে নয়তো 100% দর্শককে অনুমোদন দেওয়া যাবে না, কোভিড প্রটোকল অনুযায়ী 50% দর্শককেই মাঠে আসার অনুমতি দিতে হবে।
রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন দুপক্ষই এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে। ধীরজ কুমারের স্পষ্ট জিজ্ঞাসা, রাজ্যের মন্দির, আদালত এবং অন্যান্য অফিসগুলি যখন করোনা সংক্রমণ নিয়ে 50 শতাংশ কর্মী নিয়ে কাজ করছে, তখন রাজ্য সরকার কোন নিয়মে মাঠে 100% দর্শক আসার অনুমতি দেয়? জানিয়ে রাখি দু’দিন আগে রাজ্য সরকার নিউজিল্যান্ড এবং ভারতের ক্রিকেট ম্যাচের জন্য স্টেডিয়ামের মাত্র 50 শতাংশ আসন বুক করার অনুমতি দিয়েছিল, কিন্তু তারপরে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় এবং আয়োজকদের স্টেডিয়ামের সমস্ত আসন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এখন রাঁচিতে আগামী ম্যাচ নিয়ে আদালত ঠিক কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে। একই সঙ্গে আইনজীবী ধীরাজ কুমারও অনুরোধ করেছেন, আদালত যেন দ্রুত এই বিষয়ে তার রায় জানান।