বাংলা হান্ট ডেস্ক: আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে ৩ ম্যাচের ODI এবং ৫ ম্যাচের T20 সিরিজ। এমতাবস্থায়, ভারতীয় দল পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। ODI সিরিজে ক্রিকেট অনুরাগীদের বিশেষ নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে। অপরদিকে, T20 সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল বিশ্বকাপের প্রস্তুতি চূড়ান্ত করবে। ইতিমধ্যেই গত ৩ জানুয়ারি এই সিরিজগুলির লক্ষ্যে দল ঘোষণা করা হয়েছে।
ভারত-নিউজিল্যান্ডের মধ্যে (India vs New Zealand) ODI-T20 সিরিজ:
এই সিরিজগুলি কোথায় সরাসরি দেখতে পারবেন: জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেটি ICC মেন্স T20 বিশ্বকাপের জন্যও একই দল। ODI দলের ক্ষেত্রে, শ্রেয়স আইয়ার দলে ফিরেছেন। যিনি অস্ট্রেলিয়া সফরের সময়ে গুরুতর চোটের সম্মুখীন হয়েছিলেন। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এই সিরিজটি ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, ৮ টি ম্যাচই জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এই সিরিজগুলির শিডিউল:

ODI সিরিজের শিডিউল:
প্রথম ODI: ১১ জানুয়ারি, ২০২৬; ভাদোদরা
দ্বিতীয় ODI: ১৪ জানুয়ারি, ২০২৬; রাজকোট
তৃতীয় ODI: ১৮ জানুয়ারি, ২০২৬; ইন্দোর
প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।
T20 সিরিজের শিডিউল:
প্রথম T20: ২১ জানুয়ারি, ২০২৬; নাগপুর
দ্বিতীয় T20: ২৩ জানুয়ারি, ২০২৬; রায়পুর
তৃতীয় T20: ২৫ জানুয়ারি, ২০২৬; গুয়াহাটি
চতুর্থ T20: ২৮ জানুয়ারি, ২০২৬; বিশাখাপত্তনম,
পঞ্চম T20: ৩১ জানুয়ারি, ২০২৬; তিরুবনন্তপুরম,
T20 সিরিজের ক্ষেত্রে প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়।
আরও পড়ুন: BCCI-এর নির্দেশে বাদ পড়েছেন KKR থেকে! এবার মুখ খুললেন মুস্তাফিজুর, স্পষ্ট জানালেন…
জানিয়ে রাখি যে, এই সিরিজগুলি ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ODI সিরিজে অভিজ্ঞ খেলোয়াড়দের প্রত্যাবর্তন দলকে শক্তিশালী করবে। অন্যদিকে, T20 সিরিজ তরুণ খেলোয়াড়দের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেবে। এই সিরিজটি টিম ইন্ডিয়ার জন্য T20 বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি পরীক্ষা করার একটি দুর্দান্ত সুযোগ হবে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে, টিম ইন্ডিয়া T20 সিরিজে তাদের দাপট দেখাতে প্রস্তুত।
ODI সিরিজের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।
আরও পড়ুন: ৬ মাসেই ১৬০ শতাংশের বেশি রিটার্ন! ৫ ভাগে বিভক্ত হচ্ছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট
T20 সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণ (উইকেটরক্ষক)।












