ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ তৃতীয় ম্যাচ। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে 2-0 তে এগিয়ে গেছে ভারতীয় দল। আর আজ নিউজিল্যান্ডের হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটি জিতে ভারতীয় দল চাইছে সিরিজ পকেটে পুরে নিতে অপরদিকে ঘরের মাঠে পিছিয়ে থেকেও সমতা ফেরাতে মরিয়া নিউজিল্যান্ড।
তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিমাসন। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারতীয় দল। ব্যাটিং করতে এসে শুরুটা দুর্দান্ত করে ভারতীয় দল। কিন্তু তারপর আউট হয়ে যান ভারতীয় ওপেনার কে এল রাহুল এর কিছু পরে একই ওভারে আউট হয়ে যান রোহিত শর্মা এবং শিবম দুবে। তার ফলে কিছুটা চাপ পড়ে ভারতীয় দলের ওপর। কিন্তু শেষের দিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে একটি সম্মান জনক স্কোরে পৌঁছে পৌঁছে দেন ভারতের স্কোর।
নির্ধারিত কুড়ি ওভারে 5 উইকেট হারিয়ে ভারতীয় দল 179 রান তোলে। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ব্যাটিং লাইন আপ।
Rohit65(40), Rahul(wk)27(19), Shivam Dube3(7), Kohli(c)38(27), Shreyas Iyer17(16), Manish Pandey14(6) not out, Jadeja10(5)not out।