বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল আগামী 13 ই জুলাই থেকে সেটি পিছিয়ে গেল। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এই সিরিজটি 5 দিন পিছিয়ে গেল। অর্থাৎ 13 তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিরিজটি শুরু হবে 18 ই জুলাই থেকে। অর্থাৎ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে 18 ই জুলাই।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের দুই সদস্যের হঠাৎ করে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার জেরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাকি প্রত্যেক সদস্যকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য তাদের কোয়ারেন্টিনের মেয়াদ আরও বেশ কয়েক দিন বাড়িয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সেই কারণে সিরিজ পিছিয়ে দিতে বাধ্য হল শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
JUST IN: The Sri Lanka-India limited-overs series has been rescheduled. The new dates are from July 18 to 29.
— Cricbuzz (@cricbuzz) July 10, 2021
সিরিজ পিছিয়ে যাওয়ার জন্যে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে 18 ই জুলাই, দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে 20 ই জুলাই এবং তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে 23 শে জুলাই। ওয়ানডে সিরিজ পিছিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই পিছিয়ে গেল টি-টোয়েন্টি সিরিজও। তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে 25 শে জুলাই, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে 27 শে জুলাই এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে 29 শে জুলাই।
বিসিসিআই এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড যৌথভাবে আলোচনা করেই এই সিদ্ধান্তটি নিয়েছে বলে জানা গিয়েছে।