বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীর (Kashmir) ইস্যু নিয়ে ভারত (India) বিরোধী বয়ানবাজি করা তুর্কিকে (Turkey) ভারতের বিদেশ মন্ত্রালয় আরও একবার হুঁশিয়ারি দিলো। বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রবিশ কুমার (Raveesh Kumar) বুধবার উইকলি প্রেস ব্রিফিং এর সময় বলেন, ভারতের অভ্যন্তরীণ মামলায় দখল দেওয়ার পরিণাম ভুগতে হবে তুর্কিকে।
Weekly Media Briefing by Official Spokesperson (February 20, 2020) https://t.co/8qwSa4kdSx
— Arindam Bagchi (@MEAIndia) February 20, 2020
বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র জানান, তুর্কিকে নিয়ে আমরা এর আগেই বয়ান জারি করেছি, আমরা কড়া শব্দে বলেছি তুর্কি দ্বারা আমাদের অভ্যন্তরীণ মামলায় দখল দেওয়া হচ্ছে আর এটা আমরা বরদাস্ত করব না। আমরা এও জানিয়েছি যে, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কেও এর পরিণাম ভুগতে হবে তুর্কিকে। আপনাদের জানিয়ে দিই, তুর্কির রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোগান (Recep Tayyip Erdoğan) সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর নিয়ে চিন্তা জাহির করেন। উনি কাশ্মীরের সংঘর্ষের তুলনা প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কির মানুষদের সংঘর্ষের সাথে তুলনা করেন।
এরদোগান নিজের পাকিস্তান সফরে অনেকবারই কাশ্মীর নিয়ে কথা বলেন। উনি বলেন, আমার কাশ্মীরি ভাই আর বোনেরা দশকের পর দশক ধরে অনেক কিছু সহ্য করেছে। সম্প্রতি নেওয়া এক তরফা পদক্ষেপের কারণে তাঁদের কষ্ট আরও বেড়ে গেছে। ওদের মুখের দিকে তাকিয়ে কাশ্মীর ইস্যু তৎকাল সমাধান করা দরকার। উনি এও বলেন, কাশ্মীর ইস্যু যতটা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ততটা তুর্কির জন্যও গুরুত্বপূর্ণ।
এরদোগানের এই বয়ানের পর ভারতের বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা রবিশ কুমার বলেন, ‘ভারত তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের কাশ্মীর নিয়ে করা মন্তব্যের কড়া বিরোধ করে। এরকম বয়ানবাজি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে।”