বাংলাহান্ট ডেস্ক: ‘গাজা শান্তি সম্মেলন’ যোগ দেবে ভারত (India)। তবে সেখানে ভারতের হয়ে মোদির বদলে প্রতিনিধিত্ব করবেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী। সোমবার মিশরের শার্ম আল-শেখ শহরে আয়োজিত হচ্ছে বহু প্রতীক্ষিত ‘গাজা শান্তি সম্মেলন’, যার সভাপতিত্ব করবে আমেরিকা এবং মিশর। গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সংঘাত ও মানবিক সংকটের অবসান ঘটাতে এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
‘গাজা শান্তি সম্মেলনে’ যোগ দেবে ভারত (India)
ভারতকেও (India) এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জন্য আহ্বান জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকছেন না, তাঁর পরিবর্তে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং ভারতের প্রতিনিধি হিসেবে গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন বলে দিল্লি সূত্রে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। রবিবার রাতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, শেষ মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি মোদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালেও তিনি বিদেশ প্রতিমন্ত্রীকেই পাঠানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: আফগান সীমান্তে রক্তাক্ত রাত, তালিবান হামলায় ৫৮ নয় ২৩ পাক সেনা নিহত, বিবৃতি দিয়ে জানাল পাকিস্তান
সম্প্রতি ভারত (India)-আমেরিকা সম্পর্কের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা। প্রথমে শুল্কবোমা, পরে ভিসা সংক্রান্ত জটিলতা— ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি নয়াদিল্লি-ওয়াশিংটন বন্ধুত্বে ফাটল ধরিয়েছে। এই পরিস্থিতিতে গাজা শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্বকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলে ট্রাম্প ও আল-সিসির যৌথ সভাপতিত্বে বৈঠক শুরু হবে। সেখানে গাজার শান্তি চুক্তির বাস্তবায়ন, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। যেখানে উপস্থিত থাকবে ভারতের (India) প্রতিনিধিও। গত শুক্রবার থেকেই ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এর ফলে গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ ধীরে ধীরে নিজেদের বোমা বিধ্বস্ত ঘরে ফিরে যাচ্ছেন।
আরও পড়ুন:ভুটানের জলেই সর্বনাশ? উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য পড়শি দেশের কাছে ক্ষতিপূরণ চাইলেন মুখ্যমন্ত্রী
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হামাস ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তিতে সই করবে না বলে জানিয়েছে। তাদের দাবি, গাজা ছেড়ে যাওয়ার শর্ত একেবারেই ‘অযৌক্তিক’। ফলে যুদ্ধবিরতির মাঝেই ফের আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে গাজা উপত্যকায়। প্রসঙ্গত, আগেই ট্রাম্পের সেই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে ভারত (India) ।
বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলনের ফলাফলের উপর নির্ভর করছে পশ্চিম এশিয়ার আগামীর রাজনৈতিক ভারসাম্য। শান্তি প্রক্রিয়া এগোলে তা শুধুমাত্র গাজা নয়, গোটা অঞ্চলে এক নতুন দিশা দিতে পারে। কিন্তু হামাসের অনমনীয় অবস্থান এই প্রচেষ্টাকে আবারও ব্যর্থ করে দিতে পারে বলে আশঙ্কা। এই সম্মেলন নিয়ে ভারত (India) সহ বাকি দেশগুলিও বেশ আশাবাদী।