বৃষ্টির জন্য ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে বড় সমস্যায় পড়বেন কোহলিরা! আনন্দে মাতবে নেপাল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র একটা দিন। তারপরে এশিয়া কাপের (2023 Asia Cup) মঞ্চে চার বছর পর একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচ ঘিরে বহুদিন আগে থেকেই উত্তেজনা পারদ চড়ে রয়েছে। কিন্তু ক্রিকেট প্রেমীদের সেই উত্তেজনার পারদে আবার কিছুটা ভাঁটা পড়বে সাম্প্রতিক একটি খবর শুনে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তা থেকে আশঙ্কা করা হচ্ছে যে আগামী শনিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচটি বাতিল হয়ে যেতে চলেছে।

ক্যান্ডিতে একে অপরের মুখোমুখি মাঠে নামার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু আবহাওয়ার খবর বলছে যে সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। সেক্ষেত্রে একটিও ম্যাচ না খেলে বাতিল হয়ে যাবার সম্ভাবনা থাকছে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি। আট সত্যি যদি তেমনটা হয় তাহলে আফসোসের অন্ত থাকবে না ভারত এবং পাকিস্তান দুই দেশের ক্রিকেট ভক্তদের।

আর এই ঘটনা সত্যি হলে চাপ বাড়বে ভারতের ওপরও। নেপাল প্রতিপক্ষ হিসেবে খাতায়-কলমে অনেক দুর্বল। কিন্তু যদি কোন রকম অঘটন ঘটে নেপালের বিরুদ্ধে, তাহলে ভারতকে এশিয়া কাপের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যেতে হবে। ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে নেপালও আনন্দে মেতে উঠবে। কারণ তাদের সুযোগ বাড়বে।

আরও পড়ুন: পাকিস্তান ছোট্ট করে ফেলেছে! এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে বিস্ফোরক রবি শাস্ত্রী

ওডিআই ক্রিকেটের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন একটি করি ওভারের ম্যাচ আয়োজন হতে পারে যদি বৃষ্টি বিঘ্ন ঘটায়। কিন্তু আবহাওয়ার যা রিপোর্ট তা অনুযায়ী সেইটুকু হওয়ার আশঙ্কাও অত্যন্ত কম। সেক্ষেত্রে ভারতকে নেপালকে সরাসরি হারিয়ে সুপার ফোরে পৌঁছাতে হবে।

আরও পড়ুন: নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে BCCI! দলে এই ক্রিকেটারকে জায়গা দেওয়া নিয়ে মন্তব্য গম্ভীরের

এই পরিস্থিতির জন্য পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা সম্পূর্ণ দায়ী করছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাদের দাবি ভারত যদি নিজেদের জেদ ছেড়ে পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে রাজি হতো তাহলে এই রকম বিপত্তির মুখোমুখি পড়তে হতো না কাউকেই। তবে আপাতত সুপার ফোরে দুই দলের সাক্ষাতের অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর