বেজিংকে চাপে রেখে চিনের নাকের ডগায় ৩৭টি নতুন রাস্তা তৈরি করছে ভারত! চিন্তায় ঘুম উড়বে ড্রাগনের

বাংলা হান্ট ডেস্ক : ভারত-চিন সীমান্তে (India China Border) কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি (New Delhi)। মোট ৩৭টি নতুন রাস্তা তৈরি করতে চলেছে ভারত সরকার। সবমিলিয়ে চিন সীমানা এলাকায় প্রায় ৮৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। মোট খরচ হবে প্রায় ১৩০০০ কোটি টাকা। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, প্রস্তাবিত রাস্তার প্রায় ৭০ শতাংশই তৈরি হবে অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)।

এই মুহুর্তে ইন্দো-চায়না সীমান্ত রোড প্রকল্পের ধাপ ১ এবং ধাপ ২ এর কাজ চলছে। এই দুই ধাপে মোট ১৪৩৫ কিলোমিটার রাস্তা চিন সীমানায়। খরচ হবে প্রায় ১৬০০ কোটি টাকা। লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ এলাকায় চিন সীমান্ত বরারবর এই রাস্তা তৈরি হবে।

India China 3

ভারতের প্রতিরক্ষা দফতর জানাচ্ছে আইসিবিআর প্রকল্পের উদ্দেশ্যই হল চিন সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা। এই প্রকল্পে সেতু, টানেলও তৈরি করা হবে। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি হলে খুব দ্রুত সেনাবাহিনীকে পৌঁছানো যায় নির্দিষ্ট এলাকায়।

বিশেষ সূত্রে খবর, আইসিবিআর ৩ এর সিদ্ধান্ত নেওয়া হয় একটি উচ্চপর্যায়ের আলোচনার পর। জানা যাচ্ছে, অত্যন্ত জরূরী ভিত্তিতে ধাপ ৩ এর ৩৭টি রাস্তার মধ্যে ২২টি রাস্তা তৈরি হবে। তারপর আবারও আইসিবিআর ১ এবং ২এর কাজ শুরু হবে।

জানা যাচ্ছে, যে সংস্থা এই প্রকল্পটি তৈরি করার বরাত পেয়েছে তারা জানাচ্ছে, ‘অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ২২টি রাস্তা নির্মানের কাজ শেষ করতে বলা হয়েছে। আইসিবিআর ১ এর প্রস্তাবিত ২৫টি রাস্তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা বলা হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর