বাংলা হান্ট ডেস্ক: ভারত-পাকিস্তান (India-Pakistan) ক্রিকেট ম্যাচ মানেই তা গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের কাছে এক আলাদা আগ্রহের উদ্রেক ঘটায়। এই দুই দল যেকোনও ICC টুর্নামেন্ট বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে মুখোমুখি হয়। এমতাবস্থায়, আসন্ন T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) আগামী ৯ জুন উভয় দল মুখোমুখি হতে চলেছে। এরপর আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল ফের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তবে, এই টুর্নামেন্ট নিয়েই শুরু হয়েছে জল্পনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI (Board of Control for Cricket in India) পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board, PCB) তরফ থেকে এই রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
PCB বলেছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে তাদের দল পাঠাতে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলে তারা BCCI-কে প্রতিক্রিয়া জানানোর বিকল্পগুলি বিবেচনা করবে। PCB-র একটি সূত্র সম্প্রতি সামনে আসা ওই রিপোর্টের প্রসঙ্গে প্রশ্নের জবাবে জানিয়েছে, “PCB চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যেই বলেছেন যে পাকিস্তান তখনই ভারতের সাথে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রস্তুত হবে যখন ভারত আগামী বছর হতে চলা ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তানে আসতে রাজি হবে।”
PCB আধিকারিক জানিয়েছেন, “রোহিত শর্মার বক্তব্য এবং BCCI সূত্রের ভিত্তিতে প্রকাশিত খবরের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটি যদি ক্রিকেটের বিষয় হয় তবে খেলোয়াড়রা মাঠে একে অপরের বিরুদ্ধে খেলতে ইচ্ছুক এবং তাদের কোনও সমস্যা নেই। যদিও, ভারতীয় রাজনীতিতে এটি নিয়ে সমস্যা রয়েছে এবং তাই বিষয়টি আরও খারাপ হয়।” PCB সূত্রটি বলেছে যে, BCCI-এর মনে রাখা উচিত, পাকিস্তান বিশ্বকাপের জন্য তাদের দল ভারতে পাঠিয়েছিল। যেখানে তাদের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। পাশাপাশি, ভারত-পাকিস্তান ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার জন্য ইসলামাবাদের ভূমিকাও সেখানে তুলে ধরা হয়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৯৯৬ সালের বিশ্বকাপের পর পাকিস্তান তার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হল একটি ICC টুর্নামেন্ট। তবে, পাকিস্তানে দল পাঠানোর বিষয়টি অস্বীকার করা ভারতের পক্ষে সহজ হবে না। যদিও, ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ও প্রস্তুতি নিয়ে হাইব্রিড মডেল নিয়ে আলোচনা করা যেতে পারে। এই পরিস্থিতিতে, ভারত-পাকিস্তান ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীর মতো নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত হতে পারে।
আরও পড়ুন: হাবাসের চালে কাবু হবে ওড়িশা, মোহনবাগানকে ISL ফাইনালে তুলতে মোক্ষম স্ট্র্যাটেজি কোচের
BCCI সূত্রে খবর, আগামী বছর ICC চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফর নাও করতে পারে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তন করা যেতে পারে এবং এর জন্য হাইব্রিড মডেল ব্যবহার করা হবে। আরও জানা গিয়েছে, অদূর ভবিষ্যতে ওই প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনা নেই। ভারত ও পাকিস্তান সর্বশেষ ২০১২-১৩ সালে দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজ খেলেছিল। এরপর পাকিস্তান ভারত সফর করে।
আরও পড়ুন: সূর্য অতীত, টিম ইন্ডিয়া পেয়ে গেল SKY-র উন্নত ভার্সন! দাপট দেখে কাঁপে বোলাররা
এদিকে, গত বছর, ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে তার দল পাঠাতে অস্বীকার করেছিল এবং শেষ পর্যন্ত, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ম্যাচের জন্য একটি হাইব্রিড মডেল গ্রহণ করতে হয়েছিল। ফাইনাল ও সেমিফাইনালসহ এই টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এশিয়া কাপ জিতেছিল ভারত। ওই টুর্নামেন্টে ফাইনালেও উঠতে পারেনি পাকিস্তান দল।