“ভারত চীন ও পাকিস্তান থেকে কোনও কিছু আমদানি করবে না” হুংকার কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এর

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : একেই চীন থেকে আগত করোনা ভাইরাস তছনছ করে দিয়েছে গোটা বিশ্বকে। তার ওপর কিছুদিন আগে আচমকাই লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সম্পর্কে লিপ্ত হয় ভারত ও চীন। চীন ও ভারতের যুদ্ধের প্রাণ যায় কুড়িজন ভারতীয় জওয়ানের।

চীনের তরফ থেকেও একাধিকবার ভারতকে হুমকিও দেওয়া হয়। যদিও মোদি সরকারের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মোদী জমানায় ভারতের দিকে চোখ তুলে তাইলে তার ফল হাড়ে হাড়ে বুঝতে হবে চীনকে।

সীমান্তে উত্তেজনার মাঝেই ভারত থেকে চীনের 59 টি অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করে মোদি সরকার। কার্যত চীনকে ভাতে মারার কৌশল মোদি সরকারের গত 15 জুন ভারত-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেইজিংকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করতে চাইছে মোদি সরকার।

এবার চীন থেকে বিদ্যুতের সরঞ্জাম আমদানি করা হবে না বলে চালিয়ে দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং তিনি বলেন, “যে দেশ আমাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না। আমরা চিন আর পাকিস্তান থেকে কিচ্ছু আমদানি করব না।”

X