“বিশ্বকাপে অংশগ্রহণ করতেই হবে, ভারত কোনও কথা শুনবে না” PCB-কে পাল্টা হুমকি অনুরাগ ঠাকুরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার পাকিস্তানের বিশ্বকাপ বয়কট হুমকির পাল্টা প্রতিক্রিয়া দিলেন ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। সম্প্রতি বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ জানিয়েছিলেন যে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে পা রাখবে না বরং পাকিস্তান ক্রিকেট বোর্ড টুর্ণামেন্টে পাকিস্থানে আয়োজন না করে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করবে।

এই শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। তারা দাবি করেছিলেন ভারতের যদি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় তবে পাকিস্তানও আগামী বছর ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান দল। তাদের এই দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জানিয়েছিল যে জয়ের সাহস এই মন্তব্য ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজিত বড় টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণকে বাধায় ফেলতে পারে।

jay shah pcb

কিন্তু এবার বিসিবির এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অনুরাগ ঠাকুর। তিনি সাফ জানিয়েছেন, “অন্য কোনো পক্ষের কথা শুনছে না ভারত। যে কোনও ক্রীড়াক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে যার মধ্যে ক্রিকেট অন্যতম। আগামী বছর ভারত ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে এবং সকল বড় দলগুলোকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।”

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুরাগ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রশ্ন এখনো রয়েছে। তাই ভারতীয় দল ওখানে খেলতে যাবে কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু ক্রিকেট নয় যে কোনো ক্ষেত্রেই ভারত নিজস্ব মতামত সামনে রেখে চলবে এবং অন্য কারো দ্বারা প্রভাবিত হবে না।”

অনুরাগের এই বক্তব্য শুনে ইতিমধ্যেই ক্ষুব্দ পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা। অনেকেই বলছেন যে ক্ষমতার ও অপপ্রয়োগ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেই ব্যাপারে তাদের সঙ্গ দিচ্ছেন ভারতের ক্রীড়া মন্ত্রী। তবে এইসব বক্তব্য যে অনুরাগের কিছুই যায় আসে না সেটা স্পষ্ট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর