বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়া চ্যাম্পিয়নস আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025) থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। মূলত, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা এই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না। এদিকে, এর আগে এই টুর্নামেন্টের লিগ পর্বেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছিল। ফের সেমিফাইনালের আগেও ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
WCL ২০২৫ (WCL 2025) থেকে নাম প্রত্যাহার ভারতের:
WCL ২০২৫ থেকে ভারত বাদ: প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। যার কারণে ভারতীয় খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের পর লিগ পর্বে (WCL 2025) ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
India Refuse To Play Pakistan In WCL 2025 Semifinal. #WCL
— Ajay Kushwaha (@ajaykushlive) July 30, 2025
মূলত, সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন না। সেমিফাইনাল ম্যাচের আগেও একই রকম সম্ভাবনা পরিলক্ষিত হয়। স্পোর্টস তকের একটি রিপোর্ট অনুসারে, ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এমতাবস্থায়, পাকিস্তান সরাসরি এই টুর্নামেন্টের (WCL 2025) ফাইনালে পৌঁছে গেছে।
জানিয়ে রাখি যে, গত ২০ জুলাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের লিগ পর্বে (WCL 2025) ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে ক্রিকেট অনুরাগীরা ম্যাচটির পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনা করেন। তারপরেই ভারতীয় খেলোয়াড়রা ওই ম্যাচে অংশগ্রহণ করতে অস্বীকার করেন। পরবর্তীকালে ওই ম্যাচটি বাতিল হয়। এদিকে, উভয় দলের আগামী ৩১ জুলাই সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বজায় রেখেছে।
আরও পড়ুন: “তৃণমূল নাট্য কোম্পানি…বাঙালির মর্যাদা রাখে না”, লোকসভায় শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন সৌমিত্র খাঁ
গতবার ভারত শিরোপা জিতেছিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, এটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের দ্বিতীয় মরশুম (WCL 2025)। যার প্রথম মরশুম জিতেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জিতেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস। এবারও ভারত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেলেও পরবর্তীকালে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল।