কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বিশ্বের নম্বর ওয়ান টেষ্ট দল ভারতের প্রথমবার হাতে খড়ি হতে চলেছে পিঙ্ক বলে টেস্ট ম্যাচে। ভারতের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচে ভারত মুখোমুখি হবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে। আর এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই দু’দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। এই ব্যাপারে যখন প্রথমবার বিরাট কোহলির সাথে কথা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তখন কোনরকম সময় না নিয়েই সৌরভ গাঙ্গুলী কথায় সম্মতি জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তিনি জানিয়ে দেন যে দিন-রাত্রির টেস্ট খেলতে তৈরি ভারতীয় টেষ্ট দল।
অথচ গত বছর ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল সেই সময় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল ভারতীয় দলকে যাতে তারা সিরিজের একটি টেস্ট ম্যাচ দিন-রাত্রির খেলে। কিন্তু সেই সময় পিঙ্ক বলে টেস্ট খেলার কোন রকম অভিজ্ঞতা না থাকায় অস্ট্রেলিয়ার সেই প্রস্তাব নাকচ করে দেয় ভারতীয় দল। তবে এখন পরিস্থিতি পাল্টেছে ভারতের অভিষেক ঘটছে পিঙ্ক বলে আর তাই বিরাট কোহলি সরাসরি জানিয়ে দেন যে এবার থেকে বিশ্বের যেকোন দেশে গিয়ে টেষ্ট খেলতে তৈরি ভারত, তবে শর্ত একটাই তার আগে ভারতকে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে দিতে হবে।
গত বছর অস্ট্রেলিয়ার প্রস্তাব নাকচ করা প্রসঙ্গে বিরাট কোহলি কে প্রশ্ন করা হলে বিরাট কোহলি বলেন যে গত বছর সেটা ছিল হঠাৎ করে আসা প্রস্তাব। তার আগে এই ব্যাপারে কোন রকম আলোচনা হয় নি। অপরদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কোন রকম সুযোগ সুবিধা ছিল না। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে তখনো পর্যন্ত পিঙ্ক বলে অভিষেক হয়নি আমাদের খেলোয়াড়দের তাই হঠাৎ করে এইভাবে পিঙ্ক বলে টেষ্ট খেলার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় নি। তবে বিরাট কোহলি এটাও জানিয়ে দেন যে এখন আমরা বিশ্বের যেকোন দেশে গিয়ে পিঙ্ক বলে টেস্ট খেলতে রাজি তবে একটা প্রস্তুতি ম্যাচ অবশ্যক।